লালমোহনে জলদস্যুদের হামলায় ১৫ জেলে আহত লালমোহনে জলদস্যুদের হামলায় ১৫ জেলে আহত - ajkerparibartan.com
লালমোহনে জলদস্যুদের হামলায় ১৫ জেলে আহত

2:54 pm , October 9, 2019

লালমোহন প্রতিবেদক ॥ লালমোহনে জলদস্যুদের হামলায় অন্তত ১৫ জেলে আহত হয়েছে। মঙ্গলবার রাতে লালমোহনের বেতুয়া আয়শাবাদ এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। পরে আহত জেলেদের উদ্ধার করে প্রথমে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে জুবায়ের (২০), মিজান (৩০), নাজিম (১৮) এবং মহিউদ্দিন নামের ৪ জেলেকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় মেঘনার বেতুয়া এলাকা থেকে জালটেনে ট্রলার নিয়ে কুলে ফেরার পথে দু’টি ট্রলার দিয়ে ৮-১০ জন জলদস্যু তাদের ট্রলারটিকে ধাওয়া করে এবং পাথর নিক্ষেপ করতে থাকে। এতে তারা আহত হন।
চিকিৎসাধীন মিজান ও মহিউদ্দিনসহ অন্যরা জানান, পার্শ্ববর্তী আসলামপুর এলাকার বারেক মাঝি ও খলিল মাঝির ট্রলার নিয়ে জলদস্যুরা ধাওয়া করে আমাদের জাল ও ট্রলার ছিনতাই করার চেষ্টা করে।
স্থানীয় লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া বলেন, আমি সংবাদ পেয়ে জেলেদেরকে চিকিৎসার ব্যবস্থা করেছি।
লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর বলেন, এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ দেয়নি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT