বরিশাল-লক্ষ্মীপুর রুটের দোয়েল পাখি লঞ্চে যাত্রী হয়রানি চরমে বরিশাল-লক্ষ্মীপুর রুটের দোয়েল পাখি লঞ্চে যাত্রী হয়রানি চরমে - ajkerparibartan.com
বরিশাল-লক্ষ্মীপুর রুটের দোয়েল পাখি লঞ্চে যাত্রী হয়রানি চরমে

2:52 pm , October 9, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল-লক্ষ্মীপুর রুটে যাত্রী আতংক রুপে আভির্ভূত হয়েছে দোয়েল পাখি লঞ্চ। অশুভ প্রতিযোগীতা আর নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলাচল করা এই লঞ্চটি বরিশাল টার্মিনালের লঞ্চ স্টাফ এমনকি যাত্রীদের কাছেও আতংক রুপে পরিচিতি পেয়েছে। রয়েছে যাত্রী হয়রানীরও ব্যাপক অভিযোগ। গতকাল বুধবার সকাল ৬টায় এই লঞ্চের স্টাফদের কান্ডে মায়ের কোল থেকে টার্মিনালে পড়ে আহত হয়েছে এক শিশু। নদীতে পড়েছেন এক যাত্রী। যাত্রী ব্যবসায়ী রুম্মান জানান, লক্ষ্মীপুর যাওয়ার উদ্দেশ্যে লঞ্চ ঘাটে যান। তিনি পারিজাত লঞ্চের যাত্রী ছিলেন। লঞ্চটি ছাড়ার ঠিক আগ মুহুর্তে এক শিশুকে নিয়ে ওই লঞ্চে উঠতে ছিলেন এক মা। এ সময় দোয়েল পাখি লঞ্চের স্টাফরা মা ও শিশুকে তাদের লঞ্চে উঠাতে টানা হেচড়া শুরু করে। এতেই মায়ের কোল থেকে পন্টুনের উপর ছিটকে পড়ে আহত হয় শিশুটি। শিশুটিকে বাঁচাতে এগিয়ে গিয়ে তিনি দোয়েল পাখি লঞ্চ স্টাফদের রোষানলের শিকার হন। স্টাফদের ধাক্কায় পন্টুন থেকে নদী পড়ে যান যাত্রী তিনি (রুম্মান)। ভাগ্যক্রমে তিনি প্রাণে বেঁচে গেলেও খোয়া যায় তার দামি মোবাইল সেট ও নগদ ১৫ হাজার টাকা ভর্তি মানি ব্যাগ। রুম্মান জানান, ‘প্রতিদিন সকাল ৬টায় পারিজাত এবং ৭টায় দোয়েল পাখি নামক লঞ্চ দুটি লক্ষ্মীপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। কিন্তু প্রতিদিনই দেখা যায় দোয়েল পাখি লঞ্চের স্টাফরা পারিজাত লঞ্চে যাত্রী উঠতে বাধা প্রধান করে। এমনকি ওই লঞ্চের যাত্রীদের টেনে হিচড়ে তাদের লঞ্চে নিয়ে যায়। অভিযোগ রয়েছে মালিক প্রভাবশালী হওয়ায় সদর নৌ থানা পুলিশ, বন্দর কর্তৃপক্ষ ও লঞ্চ মালিক সমিতির নেতৃত্বকে ম্যানেজ করে নিজেদের ইচ্ছা মাফিক খামখেয়ালীভাবে দোয়েল পাখি লঞ্চটি পরিচালনা করছে।
এ বিষয়ে অভিযুক্ত লঞ্চ স্টাফদের কাছে জানতে চাইলে তারা বিষয়টি এড়িয়ে যান। অন্যদিকে পারিজাত লঞ্চের স্টাফরা অভিযোগ করেন নিজেদের ধাক্কাধাক্কিতে আহত হয়ে তাদের হয়রানী করতে দোয়েল পাখি লঞ্চের এক স্টাফ থানা পুলিশের কাছে মিথ্যা অভিযোগ করেছে বলে জানাগেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT