বিক্ষোভে পরিচালনা পর্ষদের সদস্য বহিষ্কার বিক্ষোভে পরিচালনা পর্ষদের সদস্য বহিষ্কার - ajkerparibartan.com
বিক্ষোভে পরিচালনা পর্ষদের সদস্য বহিষ্কার

3:08 pm , October 7, 2019

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাবুগঞ্জে মাদ্রাসার পরিচালনা পর্ষদের সদস্য কর্তৃক শিক্ষক লাঞ্চিতের ঘটনায় মাদ্রাসার শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পরিচালনা পর্ষদের সদস্যকে মৌখিক ভাবে বহিষ্কারেরকথা জানিয়েছেন মাদ্রাসার সভাপতি মোঃ নুরে আলম বেপারী। বাবুগঞ্জ উপজেলার কেদারপুর পশ্চিম ভূতের দিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আঃ কাদের মাল জানিয়েছেন, গত শনিবার মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভায় চতুর্থ শ্রেনীর কর্মচারী নিয়োগ ও মাদ্রাসার আয় ব্যয় হিসাবকে কেন্দ্র করে পরিচালনা পর্ষদের সদস্য ও আ’লীগ নেতা হারুন-অর-রশিদ মাদ্রাসার শিক্ষক মোঃ নাজমুল হক সহিদকে লাঞ্চিত করেন। এ ঘটনায় রোববার ও সোমবার শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ ও ম্যানেজিং কমিটির সদস্য হারুন-অর-রশিদকে কমিটি থেকে বহিষ্কারের দাবি জানান,অন্যথায় আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারি দেয়। একই ঘটনায় সোমবার সকালে শিক্ষার্থীরা আবারো ক্লাস বর্জন করে বিক্ষোভ শুরু করলে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ নূরে আলম বেপারী সদস্য মোঃ হারুন আর রশিদকে মৌখিক ভাবে বহিষ্কারের ঘোষনা দিলে শিক্ষার্থীরা বিক্ষোভ তুলে নিয়ে ক্লাসে ফিরে যান। নাম প্রকাশের অনিচ্ছুক এক শিক্ষক জানান, শিক্ষকের লাঞ্চিতের ঘটনাটি পরিচালনা পর্ষদের সভাপতি ধাপাচাপা দেওয়ার চেষ্টা করে। শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে হামলাকারীর বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করায় পরিস্থিতি শান্তকরার জন্য মৌখিক বহিষ্কারের ঘোষনা দেন। এ ব্যাপারে মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি ও কেদারপুর ইউপি চেয়ারম্যান মোঃ নূরে আলম বেপারী বলেন,লাঞ্চিতের কোন ঘটনা ঘটেনি তবে কথাকাটির কথা স্বীকার করেছেন। পরিচালনা পর্ষদের সদস্য মোঃ হারুন আর রশিদ লাঞ্চিতের ঘটনা অস্বীকার করে বলেন সামান্য কথাকাটাকাটি হয়েছে মাত্র,বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন নিয়মানুযায়ী সংখাগড়িষ্ট সদস্যদের সম্মতিক্রমে রেজুলেশন করে বহিস্কার করার নিয়ম রয়েছে। কিন্তু মৌখিক ভাবে সভাপতির একক সিদ্ধান্তে বহিস্কার বে-আইনী।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT