চরফ্যাসনে দু’পক্ষের সংর্ঘষে নারীসহ আহত -১৩ চরফ্যাসনে দু’পক্ষের সংর্ঘষে নারীসহ আহত -১৩ - ajkerparibartan.com
চরফ্যাসনে দু’পক্ষের সংর্ঘষে নারীসহ আহত -১৩

2:53 pm , October 5, 2019

চরফ্যাসন প্রতিবেদক॥ চরফ্যাসনের দুলারহাট থানার নীলকমল ইউনিয়নের চর নুরুল আমিন গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’ পক্ষের সংর্ঘষে ৯ নারীসহ ১৩ জন আহত হয়েছেন।এদের মধ্যে ১অন্তসত্বা নারী রয়েছে। গতকাল শনিবার সকালে নুরুল আমিন গ্রামের বিরোধীয় জমিতে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে আব্দুল আলীম,জাহাঙ্গীর ও তাছলিমার অবস্থার গুরুতর বলে হাসপাতাল সুত্রে জানাগেছে। তারা একই পরিবারের সদস্য। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে আহতদের পরিবার সুত্রে জানাগেছে।
আহতরা হলেন, আবদুল আলিম(৩০) তার ভাই জাহাঙ্গীর(৪৫) ও মমিন(২৫), ভাতিজি তাসলিমা(২০) ভাবী রাজিয়া(৪৫) ও ফেরদাউস(২০), এছাড়া অপর পক্ষের আহতরা হলেন-আবু কালাম(৪০) আবু তাহের(৬০), আবু ছায়েদ (৭০), মনোয়ারা(৩৫), জাহানারা(৪০), নাগিস(৪৫), সলেমা খাতুন(৫০)।
স্থানীয় সুত্রে জানাগেছে, চর নুরুল আমিন মৌজায় ৬একর ৬৪ শতাংশ জমির বিরোধ নিয়ে আদালতে দু’পক্ষের মামলা চলমান আছে। এই বিরোধ নিয়ে উভয় পক্ষ জমির মালিকানা দাবী করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দু’ পক্ষের সংর্ঘষে উভয় পক্ষের নারী সহ ১৩ জন আহত হয়েছেন।
আহত আবদুল আলীমের ভাই নুর নবী বলেন, জমি দাতা মাধব,যাদব ও দেবধর চন্দ্র ভোজদের থেকে আমার মা আনোয়ারা বেগম ৬৪শতাংশ জমি খরিদ করেন। দীর্ঘ ২৫বছর যাবত ওই জমি আমরা ভোগ দখলে ছিলাম। আমরা পুরুষরা বাড়ি না থাকার সুযোগে প্রতিপক্ষ আবু তাহের সর্দার পক্ষের লোকেরা গত তিন মাস পুর্বে ওই জমি জোড়পুর্বক অন্যায় ভাবে তাদের দখলে নেয়। ঘটনার দিন আমার ভাই আব্দুল আলিমকে রাস্তা থেকে ধরে নিয়ে মারধর করছে এমন খবরে আমরা ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষরা আমাদের তিন নারীসহ ৬জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।
প্রতিপক্ষের আবু তাহের সর্দার বলেন, আবদুল আলীম গংদের দখল থেকে গত দেড় বছর আগে আমরা উক্ত জমি দখলে নেই। তারা আমাদের বসত ঘর ভাঙ্গতে গেলে দুপক্ষের মধ্যে সংঘষের ঘটনা ঘটে। এতে আমাদের ৪নারীসহ ৭জন আহত হয়েছে।
দুলারহাট থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারী জানান, বিরোধীয় জমি নিয়ে মামলা রয়েছে। তবে আজকের ঘটনায় কোন পক্ষই অভিযোগ দায়ের করেনি।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT