বিশ্ব শিক্ষক দিবস পালন বিশ্ব শিক্ষক দিবস পালন - ajkerparibartan.com
বিশ্ব শিক্ষক দিবস পালন

2:49 pm , October 5, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নগরীতে সভা ও মিছিল করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখা। এ উপলক্ষে গতকাল শনিবার সকাল দশটায় নির্ধারিত সময়ে শিক্ষক কর্মচারীগণ শিক্ষক ভবনে সমবেত হন। কর্মসূচি অনুযায়ী সভার কার্যক্রম শুরু হয় সংগঠনের সভাপতি অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীরের সভাপতিত্বে।
দেশে দেশে শিক্ষক আন্দোলনে ১৯৬৬ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত আইএলও ইউনেস্কো সম্মেলনে গৃহীত সনদের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য দেন। শিক্ষক নেতৃবৃন্দ দেশের চাহিদা মেটাবার জন্য অভিন্ন শিক্ষা ব্যবস্থা ও অভিন্ন বেতন কাঠামোর বাস্তবায়নের দাবি জানান। সভায় দূর্ণীতি ও সন্ত্রাস বিরোধী চলমান অভিযানের সাফল্য কামনা করে শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যমান অরাজক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে সমস্যার আশু সমাধানের দাবি জানান। এছাড়াও দূর্ণীতি বিরোধী চলমান অভিযানের মধ্যেও অডিট ইন্সপেকশনের নামে চাপ দিয়ে নানা অজুহাতে অর্থÑআদায়ের ঘটনায় সভায় অসন্তোষ ব্যক্ত করা হয়। সভায় সভাপতি অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীর, প্রধান উপদেষ্টা দাশগুপ্ত আশীষ কুমার, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, জেলা সভাপতি আব্দুল মালেকসহ বক্তব্য রাখেন সফিকুর রহমান, রফিকুল ইসলাম, আ.ব. তোফাজ্জল হোসেন, সুনীলবরণ হালদার, আসাদুল আলম আসাদ প্রমূখ বক্তব্য রাখেন। সভাশেষে বিশ্ব শিক্ষক দিবসকে স্বাগত জানিয়ে এবং বিভিন্ন দাবী উল্লেখ করে একটি মিছিল নগরীল প্রদক্ষিণ করে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT