প্রাইভেটকার থেকে ১২৩ বোতল ফেন্সিডিল উদ্ধার, নারীসহ আটক ২ প্রাইভেটকার থেকে ১২৩ বোতল ফেন্সিডিল উদ্ধার, নারীসহ আটক ২ - ajkerparibartan.com
প্রাইভেটকার থেকে ১২৩ বোতল ফেন্সিডিল উদ্ধার, নারীসহ আটক ২

3:01 pm , October 3, 2019

এসআর সোহেল, নলছিটি ॥ বরিশাল-ঝালকাঠি মহাসড়কের রায়াপুর এলাকা থেকে নারীসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১২৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুই মাদক বিক্রেতা হলেন- বরিশাল শহরের কাউনিয়া থানাধীন নাসির উদ্দিনের স্ত্রী তানিয়া ইসলাম এবং যশোরের পুলেরহাট এলাকার মৃত মোকলেসু রহমানের ছেলে মেহেদী হাসান। ঝালকাঠি ট্রাফিক বিভাগের পরিদর্শক (টিআই) হাবিবুর রহমান এবং সার্জেন্ট তারিকুল ইসলাম জানান, বরিশাল-ঝালকাঠি মহাসড়কের রায়াপুর এলাকায় নিয়মিত চেকপোস্ট বসিয়ে যানবাহনের কাগজপত্র তল্লাশি চলছিল। এসময় একটি প্রাইভেটকার বরিশাল থেকে ঝালকাঠি যাওয়ার প্রাক্কালে থামিয়ে তল্লাশি করলে তাতে ১২৩ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। পরবর্তীতে তাদের সংশ্লিষ্ট নলছিটি সদর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেন জানান নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT