ববিতে সাংবাদিক সমিতির কমিটি গঠন ববিতে সাংবাদিক সমিতির কমিটি গঠন - ajkerparibartan.com
ববিতে সাংবাদিক সমিতির কমিটি গঠন

3:00 pm , October 3, 2019

ববি প্রতিবেদক ॥ বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সাংবাদিক সমিতির এগার সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতেদৈনিক দেশ রূপান্তর -এর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শফিকুল ইসলাম সভাপতি ও দ্যা পোষ্টম্যান -এর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মোঃ লালন হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালেেয়র টিএসসির দ্বিতীয় তলায় ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার শোয়েব আহমেদ নতুন কমিটি ঘোষণা করেন। এগার সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি পদে দৈনিক অধিকার-এর সুমাইয়া আক্তার তারিন, যুগ্ম সম্পাদক পদে একুশে টেলিভিশন এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ওবায়দুর রহমান , কোষাধ্যক্ষ পদে দ্যা ডেইলি ক্যাম্পাস-এর সোহেল রানা, দপ্তর সম্পাদক পদে আজকের বার্তা-এর সাব্বির আহমেদ, কার্যনির্বাহী সদস্য পদে দ্যা নিউ ন্যাশন পত্রিকার আরিফ হোসেন, দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার ইমরুল কায়েস, দ্যা বাংলাদেশ টুডে -এর ফারিয়া জাহান এবং দক্ষিণের সময় এর কাজী হাফিজুর রহমান। নতুন কমিটির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় তিনি বলেন, ‘সাংবাদিক সমিতির যাত্রা শুভ হোক, তোমাদের পথচলা হোক সৎ ও নির্ভুল। লেখনির মাধ্যমে সত্য প্রতিষ্ঠিত হোক এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অগ্রনী ভূমিকা পালন করবে।’ এসময় তিনি সাংবাদিক সমিতির নবনির্বাচিত সদস্যদের অভিনন্দন জানান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT