3:07 pm , October 2, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ বিক্রির জন্য রাখা মধু মানসম্মত না হওয়ায় এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে সিটি করপোরেশন। গতকাল বুধবার বরিশাল সিটি কর্পোরেশনের স্যানিটারী ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক বাদী হয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবি মঞ্জুয়ারা গিয়াস বলেন, নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ২৬ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় নগরের ১৫ নম্বর ওয়ার্ডের এম এ জলিল সড়কের মনসুর কোয়ার্টার এলাকার মীম মধু ঘরের স্বত্তাধিকারী মোঃ আনোয়ার হোসেনকে বিবাদী করা হয়েছে। মোঃ আনোয়ার হোসেনের স্ত্রী ময়না বেগম এ মধু উৎপাদনের কাজের সাথে জড়িত। যাদের মীম ফুড প্রোডাক্টস নামে কোম্পানি রয়েছে। আর সেই কোম্পানির ব্যানারে এ মধু বিক্রি করা হচ্ছিলো। মামলা সূত্রে জানাগেছে, চলতি বছরের গত ২০ জুন নগরের ১৫ নম্বর ওয়ার্ডের এম এ জলিল সড়কের মনসুর কোয়ার্টার এলাকায় মীম মধু ঘর নামের দোকান পরিদর্শন করেন মামলার বাদী স্যানিটারী ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক। এসময় সেই দোকানে বিক্রির উদ্দেশ্যে থাকা মীম ফুড প্রোডক্টস এর মধু ভেজাল সন্দেহ হওয়ায় তার নমুনা সংগ্রহ করা হয়। পরবর্তীতে যথাযথভাবে পরীক্ষার জন্য জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পাবলিক হেলথ ল্যাবরোটরিতে পাঠানো হয়। সেখান থেকে পরীক্ষার প্রতিবেদনে ওই মধু মানসম্পন্ন নয় বলে উল্লেখ করা হয়। মামলা দায়েরের পর আদালতের বিচারক বিবাদীর বিরুদ্ধে সমন জারি করেছেন বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু।