3:01 pm , October 1, 2019
কলাপাড়া প্রতিবেদক ॥ কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকাররত অবস্থায় বজ্রপাতে আল-আমীন (২৫) এবং কুয়াকাটার মেলাপাড়ায় শিশু কন্যা মীম (০৬) বাবা দেলোয়ার হোসেন (৩৫) আহত হয়েছে। মঙ্গলবার ভোর পাঁচটায় আহত জেলে আল-আমীনকে কলাপাড়া এবং বেলা ১১টায় কুয়াকাটায় আহত বাবা-শিশু কন্যাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আল-আমীন জানায়, চার দিন আগে কুয়াকাটা থেকে সাগরে মাছ শিকারে যায়। গত তিন দিনে মাত্র ২০০ ইলিশ শিকার করে তার ট্রলার এফবি আল-আমীন ১০ জেলেসহ সাগরে নোঙ্গর ছিলো। মঙ্গলবার ভোর পাঁচটার দিকে বজ্রপাতে তার শরীরের বাম অংশ ঝলসে যায়। অপরদিকে কুয়াকাটার মেলাপাড়া গ্রামের দেলোয়ার হোসেন তার শিশু কন্যা মীম কে নিয়ে বাড়িতে যাওয়ার পথে বেলা ১১টার দিকে বজ্রপাতে আহত হয়। আহতদের তাৎক্ষনিক বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।