ভান্ডারিয়ায় ৪২ মন্দিরে চলছে শেষ প্রস্তুুতি ভান্ডারিয়ায় ৪২ মন্দিরে চলছে শেষ প্রস্তুুতি - ajkerparibartan.com
ভান্ডারিয়ায় ৪২ মন্দিরে চলছে শেষ প্রস্তুুতি

2:55 pm , October 1, 2019

তরিকুল ইসলাম, ভা-ারিয়া ॥ ঐতিহ্যবাহী ভা-ারিয়ায় হিন্দুধর্মাবলম্বীদের বছরের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গা পূজা। সারা দেশের ন্যায় ভা-ারিয়া পৌর শহর সহ উপজেলার অন্য ছয়টি ইউনিয়নের শিকোর,তরুন-তরুনী,যুবক-যুবতীসহ সব বয়সী মানুষই বছরের শুরু থেকেই এই উৎসবের অপেক্ষায় থাকে । আর এই পূজোকে ঘিরে সর্বত্র উৎসবের আমেজ বিরাজ করছে। প্রতিমা নির্মান,মন্দির,বাড়ি,ঘরে চলছে সাজসজ্জার প্রস্তুুতি। এবছর এ উপজেলায় মোট ৪২টি মন্দির ও মন্ডবে অনুষ্ঠিত হবে মহিষাসুর মর্দিনী দেবী দুর্গার পূজা। আর মাত্র ১দিন পর শুরু পূজার আর তাই মন্দিরে মন্দিরে চলছে প্রতিযোগিতা মূলক মৃৎশিল্পীদের নির্ঘুম রাত যেগে প্রতিমায় রংএর কাজ। প্রত্যেক শিল্পী ই তার গড়া মন্দির নান্দনিক করতে স্ব স্ব নিপুনতার সহিত কাজ করছে।
গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের কেন্দ্রীয় মদন মোহন জিউ মন্দিরে দেখা গেছে গোপাল গঞ্জ ফরিদপুর থেকে আগত মৃৎ শিল্পী সমীর কুমার পাল তার ১০সদস্যের একটি টিম নিয়ে এবছররে দুর্গা প্রতিমা তৈরীতে শেষ মুহুর্তে রং এর কাজ করছে। কারন গত ২৮সে সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে দেবী পক্ষের শুভ সূচনা হয়েছে । আগামী ৩অক্টোবর বৃহস্পতিবার থেকে দেবীর বোধন এবং পঞ্চমী পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে এবছরের শারদীয় দুর্গা পূজার আরম্ভ হবে। ৬অক্টোবর মহাষ্টমী,৭অক্টোবর মহা নবমী ও বড় পূজা এবং ৮অক্টোবর দেবীর বিসর্জন ও বিজয়া দশমীর মধ্য দিয়ে আসছে বছর আবার হবে এই মহাধ্বনীতে আনন্দঅশ্রুশিক্ত নয়নে দেবী দুর্গার প্রস্থান ঘটবে।দেবী দুর্গা এবছর ঘোটকে মর্তে প্রবেশ এবং ঘোটকেই কৈলাশে প্রস্থান করবেন।
এবছর এ উপজেলায় যে ৪২টি মন্দির ও মন্ডবে পূজা অনুষ্ঠিত হবে সে গুলি হল ভা-ারিয়া উপজেলা সদরের পৌর শহরে উপজেলা কেন্দ্রীয় মদন মোহন জিউর মন্দিরসহ ৭টি মন্দিরে,১নং ভিটাবাড়িয়া ইউনিয়নে ৮টি ,২নং নদমূল্লা শিয়ালকাঠী ইউনিয়নে ৭টি,৩নং তেলিখালি ইউনিয়নে ৩টি,৪নং ইকড়ি ইউনিয়নে ৭টি, ৫নং ধাওয়া ইইনয়নে ৭টি ও ৬নং গৌরীপুর ইউনিয়নে ২টি মন্দির সহ উপজেলায় মোট ৪২টি মন্দিরে এবছর দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। এদিকে এবছরের পূজাকে নান্দনিক করতে সর্বত্র চলছে সাজসজ্জার কাজ। অন্যদিকে সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে এ ধর্মীয় উৎসব উদ্যাপনে উপজেলা প্রশান,পুলিশ প্রশাসন কঠোর নিরপত্তা ব্যবস্থা গ্রহন করেছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম এবং ওসি এস এম মাকসুদুর রহমান।
অন্যদিকে পূজায় সরকারের পক্ষ থেকে প্রতি মন্দিরে ৫০০কেজি চাল জি.আর (জেনারেল রিলিফ) এবং সাবেক মন্ত্রী জাতীয়পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি প্রতিষ্ঠিত বেসরকারি উন্নয়ন মূলক দুঃস্থ কল্যাণ সংস্থা (ডিকেএস) এর পক্ষ থেকে ভা-ারিয়া উপজেলার ৪২টি মন্দির, তার নির্বাচনী এলাকার ইন্দুরকানী উপজেলার ৩টি ইউনিয়নে ২৬টি মন্দির এবং কাউখালী উপজেলার ৫টি ইউনিয়নে ২৬মন্দিরে প্রতি বছরের ন্যায় এবছরও শুভেচ্ছা অনুদান প্রদান করেছেনে বলে সংস্থার প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার হোসেন জানান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT