দুইটি কিডনি নষ্ট হওয়া জোসনার পাশে নিচিসা দুইটি কিডনি নষ্ট হওয়া জোসনার পাশে নিচিসা - ajkerparibartan.com
দুইটি কিডনি নষ্ট হওয়া জোসনার পাশে নিচিসা

3:15 pm , September 29, 2019

লালমোহন প্রতিবেদক ॥ দুইটি কিডনী বিকল হওয়া জোসনা বেগমের পাশে দাঁড়িয়েছে নিরাপদ চিকিৎসা চাই (নিচিসা) ও এলিট ইউথ সোসাইটি, চতলা। জোসনার বাড়ি লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চতলা গ্রামে। রোববার সংগঠন দুইটির সদস্যরা লালমোহন পৌর শহরের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ও বাজারে ব্যবসায়ীদের কাছে বাক্স নিয়ে যায় জোসনার জন্য অর্থ সাহায্যের। স্কুলের শিক্ষার্থীরা টিপিন না খেয়ে টিপিনের টাকা স্বেচ্ছায় দান করে ওই বাক্সে। সব মিলিয়ে ১২ হাজার টাকা ওঠে। কিন্তু দুইটি কিডনি নষ্ট হওয়া জোসনার চিকিৎসার জন্য এ অর্থ অপ্রতুল। তবুও চেষ্টা। জোসনার চিকিৎসার জন্য সমাজের বৃত্তবানদের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করেন নিরাপদ চিকিৎসা চাই ও এলিট ইউথ সোসাইটি সদস্যরা।
জোসনার স্বামী মোঃ ইউসুফের কাছে রোববার বিকেলে টাকা হস্তান্তর করা হয়। এসময় নিরাপদ চিকিৎসা চাই লালমোহন উপজেলা শাখার উপদেষ্টা মোঃ রায়হান মাসুম, নিরাপদ চিকিৎসা চাই লালমোহন উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা ও সাংবাদিক মোঃ জসিম জনি, নিরাপদ চিকিৎসা চাই বরিশাল বিভাগীয় প্রধান ও ভোলা জেলা শাখার সভাপতি মোঃ মমিন মিঝি, সিনিয়র সহ-সভাপতি শাহ মোহাম্মদ আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ হোসেন খান, লালমোহন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আবি আবদুল্যাহ তাইফসহ সামাজিক সংগঠন এলিট ইউথ সোসাইটি, চতলার নেতৃবৃন্দ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT