3:01 pm , September 29, 2019

ববি প্রতিবেদক ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষর স্নাতক ( সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীত লড়বে ৩৫ শিক্ষার্থী। এবার ৩ ইউনিটে রেকর্ড সংখ্যক ৪৯ হাজার ৯৫৬ জন শিক্ষার্থী আবেদন করেছে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ এবং ১৯ অক্টোবর। বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহবায়ক সিএসই বিভাগের সহকারী অধ্যাপক রাহাত হোসেন ফয়সাল এ বিষয়টি নিশ্চিত করেছেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১ সেপ্টেম্বর থেকে শুরু করে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ছিল আবেদন করার শেষ সময়। টাকা জমাদানের শেষ দিন ছিল ২৬ সেপ্টেম্বর (রাত ১২টা পর্যন্ত)। ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহবায়ক সিএসই বিভাগের সহকারী অধ্যাপক রাহাত হোসেন ফয়সাল জানান, এ বছর মোট আবেদন করেছেন ৪৯ হাজার ৯৫৬ জন শিক্ষার্থী । ‘ক’ ইউনিট ( বিজ্ঞান অনুষদে) আবেদন করেছেন ২০ হাজার ৫৬৭ জন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে পরীক্ষা দেবে ৩৬ শিক্ষার্থী। ‘খ’ ইউনিটে ১০ হাজার ১০৬ টি আসন রয়েছে। এ ইউনিটের প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করবে ১৮ শিক্ষার্থী।‘গ’ ইউনিটে ৬ হাজার ১২টি আসন রয়েছে। প্রতিটি আসনের জন্য লড়বে ২১ শিক্ষার্থী। বিভাগ পরিবর্তনের জন্য আবেদন করেছেন ১৩ হাজার ২৭১ শিক্ষার্থী। প্র্রতি আসনের বিপরীতে লড়বে ৫১ শিক্ষার্থী। বিগত বছর গুলোর তুলনায় এবছর রেকর্ড সংখ্যক আবেদন পড়েছে।
উল্লেখ্য,‘ক’ ইউনিটে আসন সংখ্যা সর্বমোট ৫৮০টি (বিজ্ঞান ও প্রকৌশল এবং জীববিজ্ঞান অনুষদ),‘খ’ ইউনিটে আসন সংখ্যা সর্বমোট ৫৬০টি (কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ) ও ‘গ’ ইউনিটে সর্বমোট আসন সংখ্যা ৩০০টি (ব্যবসায় শিক্ষা অনুষদ)। সর্বমোট তিনটি ইউনিটে ১ হাজার ৪৪০ জন শিক্ষার্থী এবার ভর্তি হতে পারবেন।
ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা প্রবেশপত্র উত্তোলন করতে পারবেন ১ অক্টোবর থেকে। ১৮ অক্টোবর সকাল ১০ টা থেকে মানবিক বিভাগের পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। একই দিন বিকাল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত ব্যবসায় বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরের দিন ১৯ অক্টোবর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা সকাল ১১ টা থেকে সাড়ে ১২ টায় অনুষ্ঠিত হবে।