সদরের ২২ পুজামন্ডপে আর্থিক সহায়তা প্রদান প্রতিমন্ত্রীর সদরের ২২ পুজামন্ডপে আর্থিক সহায়তা প্রদান প্রতিমন্ত্রীর - ajkerparibartan.com
সদরের ২২ পুজামন্ডপে আর্থিক সহায়তা প্রদান প্রতিমন্ত্রীর

3:00 pm , September 29, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলার ২২ টি পুজামন্ডপ কর্তৃপক্ষকে দুর্গাপুজা উপলক্ষে আর্থিক অনুদান দিয়েছে উপজেলা প্রশাসন। রোববার উপজেলা প্রশাসনের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এই অর্থ সহায়তা তুলে দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম এমপি। উপজেলা প্রশাসন সূত্র জানায়- ২২ মন্ডপ কর্তৃপক্ষের প্রত্যেককে ২০ হাজার টাকা করে চেক দেওয়া হয়েছে। এর আগে দুর্গাপুজা উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম এমপি। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু এবং মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম প্রমুখ।’

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT