আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই-মেয়র সাদিক আবদুল্লাহ আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই-মেয়র সাদিক আবদুল্লাহ - ajkerparibartan.com
আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই-মেয়র সাদিক আবদুল্লাহ

2:59 pm , September 29, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, আমি আপনাদের পাশি আছি। আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। হিন্দু-মুসলমান এরকম কোন ব্যবধান আমি দেখি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে নিরলস ভাবে কাজ করছে। আর আমি তার একজন কর্মী হিসেবে সম্প্রীতি বজায় রেখে কাজ করার চেষ্টা করছি। আমি ঈদেও যেমন সবাইকে নিয়ে উৎসব পালন করেছি। তেমনি পুজোতেও সবাই নিয়ে উৎসব পালন করতে চাই। গতকাল রোববার নগর ভবনে নগরের ৪২টি পূজামন্ডপে অনুদানের চেক বিতরণকালে এ কথা বলেন মেয়র। পূজায় শৃঙ্খলা বজায় রাখার আহবান জানিয়ে তিনি বলেন, কোন কিছু দেখে সন্দেহ হলে কিংবা কোন কিছু সন্দেহজনক মনে হলে সাথে সাথে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করবেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিন) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, রফিকুল ইসলাম খোকন, বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাখাল চন্দ্র দে, সাধারণ সম্পাদক মানিক মুখার্জি কুডু, মহানগর পূজা উদযাপন পরিষদের নারয়ান চন্দ্র দে, সাধারণ সম্পাদক সুরঞ্জিত দত্ত লিটু, ধর্মরক্ষিণী সভার সাধারণ সম্পাদক মৃণাল কান্তি সাহা প্রমুখ। বক্তব্য প্রদান শেষে মেয়র ও ?উপস্থিত অতিথিরা বরিশাল নগরের ৫ টি ব্যক্তিগতসহ ৪২ টি পূজা মন্ডপের নেতৃবন্দর হাতে অনুদানের চেক বিতরণ করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT