কলাপাড়ায় কৃষক হত্যায় যুবলীগ নেতাসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার-৮ কলাপাড়ায় কৃষক হত্যায় যুবলীগ নেতাসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার-৮ - ajkerparibartan.com
কলাপাড়ায় কৃষক হত্যায় যুবলীগ নেতাসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার-৮

2:47 pm , September 28, 2019

কলাপাড়া প্রতিবেদক ॥ কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষো সশস্ত্র হামলায় কৃষক আব্বাস হাওলাদার (৬০) হত্যারর ঘটনায় ইউনিয়ন যুবলীগ নেতাসহ ৩৪ জনের বিরুদ্ধে কলাপাড়া থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার রাতে নিহতের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে ইউনিয়ন যুবলীগ সভাপতি শামিম খলিফাকে (৪০) প্রধান আসামী করে মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত আসামী করা হয়েছে ১৫ জনকে। পুলিশ এ ঘটনায় আট জনকে গ্রেফতার করেছে। মামলার তদন্ত কর্মকর্তা কলাপাড়া থানার এস আই আবুল হোসেন জানান, গ্রেফতারকৃত অনোয়ার হোসেন খলিফা, আনু মল্লিক, লাইজু আক্তার, সিয়াম, আল আমিন মল্লিক, রাজু মামলার এজাহারভূক্ত আসামী। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রুবেল ও বেল্লালকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে গ্রেফতারকৃত সকলকে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, সলিমপুর গ্রামের মোসলেম খলিফা এবং রশিদ খলিফা গংদের সঙ্গে বিরোধ চলে আসছিলো। সেই বিরোধের জের ধওে গত শুক্রবার ভোর চারটার দিকে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে রশিদ খলিফার বাড়িতে যুবলীগ নেতা শামিম খলিফার নেতৃত্বে সশস্ত্র হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এ সময় আব্বাস হাওলাদারসহ আটজনকে কুপিয়ে জখম করা হয়। শুক্রবার ভোরে তাদের আমতলী হাসপাতালে ভর্তি করলে আব্বাস হাওলাদার আমতলী হাসপাতালে বসে মারা যায়। অপর আহত সাতজন বর্তমানে আমতলী ও বরিশাল মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT