3:15 pm , September 27, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর বিএম স্কুল মাঠে ব্যাপিস্ট মিশন মাধ্যমিক বিদ্যালয় ও কাশিপুর স্কুল এন্ড কলেজের অনুর্ধ্ব ১৭ ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের খেলোয়ারদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ঘটেছে। এসময় কাশিপুর স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক নাজমুল হোসেনের লাটি দিয়ে পিটিয়ে ওই দুই ছাত্রকে রক্তাক্ত জখম করেছেন। লাঠি হাতে শিক্ষকের হামলার একটি ভিডিও বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আহতদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আহতরা হলেন, বিএম স্কুলের দশম শ্রেনীর ছাত্র শাফিন ও একই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তাজিম আহম্মেদ।
আহত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে খেলা চলাকালিন রেফারির ভূমিকায় কাশিপুর স্কুলের খেলোয়াররা অসন্তোষ জানালে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায় দু’পক্ষের খেলোয়ারদের মধ্যে সংঘর্ষের রূপ নেয়। ঘটনা নিয়ন্ত্রনে আনতে বিএম স্কুলের প্রধানশিক্ষক লুৎফর রহমান ও কেরানি ফিরোজ রহমান এগিয়ে আসলে কাশিপুরের খেলোয়াররা তাদেরকে মারধর করে। পরে বিএম স্কুলের শিক্ষার্থীরা শিক্ষক ও কেরানিকে উদ্ধার করতে এগিয়ে আসলে কাশিপুর স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক নাজমুল হোসেন লাটি দিয়ে পিটিয়ে দুই ছাত্রের মাথা ফাটিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই হামলাকারী শিক্ষক নাজমুল হোসেন কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।