উজিরপুরে মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় দফায় দফায় সন্ত্রাসী হামলা উজিরপুরে মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় দফায় দফায় সন্ত্রাসী হামলা - ajkerparibartan.com
উজিরপুরে মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় দফায় দফায় সন্ত্রাসী হামলা

2:53 pm , September 26, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ মাদক ব্যাবসায় বাধা দেয়ার অপরাধে উজিরপুর উপজেলার শিকারপুর বন্দরে সন্ত্রাসীরা দু দফা হামলা চালিয়ে একটি মটর সাইকেল ভাংচুর করে নগদ টাকাসহ স্বর্ন অলংকার লুট করেছে। সন্ত্রাসীদের হামলায় বিএম কলেজ ছাত্র জুয়েল হোসেন মুন্না ও তার ভাই মিঠু বেপারী আহত হয়ে উজিরপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় উজিরপুর থানায় একটি মামলা দায়ের করা করা হয়েছে। স্থানীয়সুত্রে জানাগেছে, ২৬ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে উজিরপুর উপজেলার পূর্ব মুন্ডপাশা গ্রামের মৃত বাবুল বেপারীর পুত্র মিঠু বেপারী তার ভাইয়ের বাসায় যাওয়ার পথে এনায়েত মুন্সীর বালুর মাঠের সামনে সড়কের উপর একই এলাকার মৃত ওজেদ আলী খানের পুত্র মাদক ব্যাবসার গডফাদার আউয়াল খানের নেতৃত্বে চশমা রাজু, করিম খান ,রবিউল, নাসির অর্তকিত ভাবে হামলা চালিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। এক পর্যায়ে সন্ত্রাসী আউয়াল মিঠুকে কুপিয়ে জখম করে। এছাড়াও মিঠুর গলায় গামছা পেছিয়ে শ্বাসরোধ করে হত্যা চেষ্টা চালায়। তার প্রায় আধা ঘন্টা পরে বিএম কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র মিঠু বেপারীর সহোদর জুয়েল হোসেন মুন্না শিকারপুর বন্দরের জহিরের চায়ের দোকানে চা খাওয়ার জন্য গেলে আউয়াল খান তার বাহিনী নিয়ে জুয়েলের উপর হামলা চালিয়ে তাকে গুরুত্বর জখম করে। এ সময় জুয়েলের মটর সাইকেল ভাংচুর করে। এ ঘটনায় মিঠু বেপারী বাদী হয়ে উজিরপুর থানায় ৫ জনকে আসামী করে মামলা দায়ের করেছে। মিঠু অভিযোগ করেন আউয়াল খান নিজেকে শিকারপুর সরকারী শেরে বাংলা কলেজের ছাত্রলীগের সভাপতি ব্যাবহার করে মাদক ব্যাবসা সহ নানা অপকর্ম করে বেড়াতো সে তার মাদক ব্যাবসার প্রতিবাদ করায় তার উপার হামলা করে।স্থানীয় একাধিক ব্যক্তি জানিয়েছেন শিকারপুর বন্দর ও আশেপাশের এলাকা আউয়াল বাহিনীর হাতে জিন্মী। উজিরপুর মডেল থানার ওসি শিশির পাল মামলা দায়েরের ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নিবেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT