বোরহানউদ্দিনে স্ত্রী’র হামলায় স্বামী আহত বোরহানউদ্দিনে স্ত্রী’র হামলায় স্বামী আহত - ajkerparibartan.com
বোরহানউদ্দিনে স্ত্রী’র হামলায় স্বামী আহত

2:49 pm , September 26, 2019

বোরহানউদ্দিন প্রতিবেদক ॥ বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নে ৫ নং ওয়ার্ডে দালালপুর গ্রামে স্ত্রী‘র হামলায় স্বামী তসলিম (২৩) গুরুতর জখম হয়েছে। বুধবার বিকাল ৩ টায় কথার কাটা-কাটি হলে তসলিমের বাড়িতে গিয়ে তাকে হামলা চালিয়ে গুরুতর জখম করেছে তার স্ত্রী শারমিন বেগম (২০), স্ত্রী‘র ভাই সোহাগ (২২), সুমন (৩০), বোন সুলতানা (২৫), স্ত্রী‘র বাবা নিরব হোসেন(৫০) ও মা আমেনা (৪৭)। স্থানীয় লোক তসলিমকে জখম অবস্থায় উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করেন। হাসপাতে ভর্তিরত তসলিম জানায়, আমার বাড়ির পাশে আমার শ্বশুরবাড়ী। বুধবার বিকালে আমার স্ত্রী শারমিন বেগমের সাথে আমাদের সংসার বিষয়ে কথার কাটা-কাটি হয়। আমার স্ত্রী শারমিন আক্তার ক্ষিপ্তহয়ে তার বাবা নিরব হোসেন, ভাই সোহাগ, সুমন , বোন সুলতানা , ও তার মা আমেনা বেগমকে নিয়ে তামার বাড়ীতে এসে আমাকে প্রথমে হুমকি দেয়। পরে তাদের আত্তিয় টবগী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের হোসেন পাটওয়ারীর ছেলে জসিমের নেতৃত্বে আমাকে তারা দাঁ দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। এবং আমাকে বিভিন্ন মিথ্যা মামলার হুমকি প্রদান করেন। পরে আমার আত্তিয়রা আমাকে রক্তাক্ত জখম অবস্থায় বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে আহত তসলিমের স্ত্রী শারমিন বেগমের কাছে জানতে চাইলে তাকে খুঁজে পাওয়া যায়নি। জসিমের কাছে জানতে চাইলে তিনি বলেন শারমিন আর তার স্বামী মারা মারি করেছে। এটা তাদের পারিবারিক বিষয়। আমি এই ঘটনার সাথে জরিত নই। স্থানীয় সাবেক মেম্বার মোঃ হুমায়ন কবির বলেন তসলিম ও তার স্ত্রী শারমিন বেগমের সাথে কথার কাটা-কাটি হয়। পরে তাদের আত্তিয় জসিমের নেতৃত্বে তসলিমকে তার শ্বশুরবাড়ির লোক কুপিয়ে জখম করে। আমরা তসলিমকে রক্তাক্ত অবস্থায় বোরহানউদ্দিন হাসপাতালে পাঠাই। এ ঘটনায় তসলিমের বাবা রত্তন বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি অভিযোগ দায়ের করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT