2:44 pm , September 26, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার প্রকল্পের আওতায় দুই মাসব্যাপী কর্মশালা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিএম কলেজে এ কর্মশালা শুরু হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রকল্পের পরিচালক গৌরি শংকর ভট্টাচার্জ। বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ শফিকুর রহমান সিকদারের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক আল-আমিন সরোয়ার, গনিত বিভাগের শিক্ষক মোশারেফ হোসেন প্রমুখ। কর্মশালায় বিএম কলেজ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২০ শিক্ষার্থী অংশ নেয়।