2:59 pm , September 25, 2019
ভোলা অফিস ॥ এতিমখানাটিকে সকল ধরনের ষড়যন্ত্র থেকে রক্ষা করুন। এখানে এতিমরা থাকে তাদের সহযোগীতা করুন। একটি গোষ্ঠী চায় না এতিমরা শান্তিতে পড়াশুনা করুক।
গতকাল ভোলা প্রেসক্লাবে এভাবে বলছিলেন ভোলা সদর উপলোর হাসনাইনিয়া হাফেজিয়া ও এতিম খানার সম্পাদক হাফেজ মোঃ জামাল উদ্দিন। তিনি ভোলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। তিনি আরো বলেন,আমরা ছাত্র না থাকায় গত এক বছর ধরে কোন সরকারী অনুদানের টাকা উত্তোলন করছি না। তার পরেও একটি কুচক্রি মহলের দৃস্টি পড়েছে অসহায় এসব শিশুদের উপর। বর্তমানে এতিম খানাটি সরকারী ও স্থানীয় সাধারন মানুষদের সহযোগীতায় পুনরায় চালু হয়েছে। যা স্থানীয় একটি মহল এতিম খানাটি নিয়ে ষড়যন্ত্র¿ করছে। এটি রক্ষায় প্রশাসনসহ সকলেরই সহযোগীতা কামনা করা হয় সংবাদ সম্মেলন থেকে।