নগরীর ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা নগরীর ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা - ajkerparibartan.com
নগরীর ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

2:58 pm , September 24, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ঔষধের ফার্মেসীসহ ৭টি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন তারা। গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া’র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য (মিষ্টি) তৈরির অপরাধে নগরীর বাজার রোডের হক মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা ও মুধুর মোড়কে খুচরা বিক্রয় মূল্য, উৎপাদন ও মেয়াদের তারিখ না থাকায় নবগ্রাম রোডের মিম মধু ঘরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও বাংলাবাজার ও নবগ্রাম রোড এলাকায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি’র অপরাধে ইউনুচ মেডিকেল হলকে ৩ হাজার, রশিদ মেডিকেল হলকে ৩ হাজার, সামসুল হক স্টোরকে এক হাজার, ওষুধের সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না থাকায় নাহার ফার্মেসিতে এক হাজার, সিকদার স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জানান, ‘ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ওই সাতটি প্রতিষ্ঠানের মালিকদেরকে জরিমানা করা হয়েছে। এছাড়াও বিএসটিআই এর মানের পরীক্ষায় অনুত্তীর্ণ বিক্রয় নিষিদ্ধ ১৫ প্যাকেট মুসকান লাচ্ছা সেমাই ধ্বংস করা হয়েছে। যার উৎপাদনের মেয়াদ ছিলো ফেব্রুয়ারি ২০১৯। অভিযানকালে বরিশাল সিটি কর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর রাসেল সিকদার এবং ১০ এপিবিএন এর সদস্যরা উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT