শেবাচিমে ডেঙ্গু জ্বরে বৃদ্ধার মৃত্যু শেবাচিমে ডেঙ্গু জ্বরে বৃদ্ধার মৃত্যু - ajkerparibartan.com
শেবাচিমে ডেঙ্গু জ্বরে বৃদ্ধার মৃত্যু

2:55 pm , September 24, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বৃদ্ধা মারা যায় বৃদ্ধা সৈয়দ বরু (৬০)। হাসপাতাল সূত্রে জানাগেছে, ‘ডেঙ্গু আক্রান্ত সৈয়দ বরুকে মুমূর্ষ অবস্থায় সোমবার বিকেলে শেবাচিম হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে শেবাচিম হাসপাতালে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ১০ রোগীর মৃত্যু হয়েছে। আর চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ হাজার ৩৬১ জন।
এছাড়া গত দুই মাসে এ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ২ হাজার ৪২৮ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬৭ জন। যার মধ্যে পুরুষ ২৯ জন, নারী ২৩ জন এবং শিশু ১৫ জন।
এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে ডেঙ্গু জ্বর নিয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছে ১৬ জন। ওই ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩১ জন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT