কুয়াকাটায় মোটরসাইকেল চালকদের সাথে ট্যুরিস্ট পুলিশের মতবিনিময় কুয়াকাটায় মোটরসাইকেল চালকদের সাথে ট্যুরিস্ট পুলিশের মতবিনিময় - ajkerparibartan.com
কুয়াকাটায় মোটরসাইকেল চালকদের সাথে ট্যুরিস্ট পুলিশের মতবিনিময়

2:57 pm , September 23, 2019

এ এম মিজানুর রহমান বুলেট , কুয়াকাটা ॥ পর্যটননগরী সাগরকন্যা কুয়াকাটায় আগত পর্যটকদের সেবার মান আরো বাড়াতে মটর সাইকেল চালকদের সাথে কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ ও কুয়াকাটা ট্যুর অপারেটর এসোসিয়েশনের (টোয়াক)’র উদ্যোগে সোমবার সকালে ট্যুরিষ্ট পুলিশ কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন, কুয়াকাটা ট্যুর অপারেটর এসোসিয়েশনের (টোয়াক)’র সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও টোয়াক এর পরিচালক আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা পৌর শ্রমিকলীগের সভাপতি মো. আব্বাস কাজী, সাধারন সম্পাদক মো.হাবিব হাওলাদার প্রমুখ। মতবিনিময় সভায় মটরসাইকেল চালকরা তাদের সমস্যাগুলো তুলে ধরে তা সমাধানের অনুরোধ জানান।
সভায় আগত পর্যটকদের সাথে মটর সাইকেল চালকদের আচরণবিধি, ভাড়া নির্ধারণ, পর্যটকদের সেবার মান উন্নয়ন করাসহ পর্যটকদের আকৃষ্ট করতে দিকনির্দেশনামুলক পরামর্শ দেয়া হয়।
এ সময় ট্যুরিষ্ট পুলিশ জোন এর পরিদর্শক (ওসি) মো. খলিলুর রহমান মটরসাইকেল চালকদের উদ্দেশ্যে বলেন, কুয়াকাটা সৈকতসহ পর্যটন এলাকার চালকদের আগামী ৭ দিনের মধ্যে ড্রাইভিং লাইসেন্স, গাড়ীর কাগজপত্র ও হেলমেট ব্যবহার করতে হবে। সৈকতের ছাতা বেঞ্চ এলাকায় কোন মটরসাইকেল চালাতে পারবে না। তিনি আরো বলেন, ভাড়ায় চালিত প্রতিটি মটরবাইক চালককে নম্বরসহ আলাদা পোশাক পরিধান করতে হবে। মাদক সেবন ও বহনসহ অপরাধমুলক কর্মকান্ডের সাথে কেউ জরিত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি সতর্ক করে দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT