3:34 pm , September 22, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ হিজলায় অভিযান চালিয়ে আমিনুল ইসলাম (৪৫) নামের অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৬শ’ পিস ইয়াবা । শনিবার সন্ধ্যায় হিজলা উপজেলার কাউরিয়া বাজার থেকে তাকে আটক করা হয়। আমিনুল ইসলাম একই উপজেলার চর দুর্গাপুর গ্রামের মৃত রহমত আলী’র ছেলে। রোববার মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। হিজলা থানার ওসি অসীম কুমার শিকদার এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কাউরিয়া বাজারে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আমিনুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ওই ব্যবসার আড়ালে দীর্ঘ দিন ধরে ইয়াবা বেচা-কেনা করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার তাকে আটক করা হয়।