ফেইথ কোচিং সেন্টারের আড়ালে মাদকের ব্যবসা ফেইথ কোচিং সেন্টারের আড়ালে মাদকের ব্যবসা - ajkerparibartan.com
ফেইথ কোচিং সেন্টারের আড়ালে মাদকের ব্যবসা

2:56 pm , September 21, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে এখন কোচিং ব্যবসার আড়ালে মাদকের ব্যবসার প্রমান পাওয়া গেছে। নগরীর নতুন বাজার এলাকায় ‘ফেইথ কোচিং সেন্টার’ নামের ‘বিশ^স্ত (?) প্রতিষ্ঠানটি অত্যন্ত পরিচিত। স্কুলগামী কিশোর-কিশোরীদের এখানে পাঠদান করানো হয়। অথচ কোচিং ব্যবসার আড়ালে সেখানে মাদক ব্যবসা পরিচালনা করতেন প্রতিষ্ঠানটির পরিচালক মো. শামীম আহম্মেদ।
শুক্রবার বিকালে এক মাদক বিক্রেতাকে আটকের পর তার স্বীকারোক্তিতে গোমর ফাঁস হয়ে যায়। গোয়েন্দা পুলিশ সন্ধ্যায় ফেইথ কোচিং সেন্টারে অভিযান চালিয়ে ২২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। সেখান থেকে কোচিং সেন্টারের পরিচালক ও মাদক ব্যবসায়ী শামীম সহ মোট ৩ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতার হওয়া অপর দুজন হচ্ছে- বাবুল তালুকদার ও মতিয়ার রহমান। তিনজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রনন আইনে মামলা দায়ের করা হলে বিজ্ঞ আদালত শণিবার তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।
ডিবি পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকালে নতুন বাজারের ইসরাইল তালুকদারের পেট্রোল পাম্পের সামনে থেকে মতিয়ার রহমান নামে এক মাদক কারবারীকে আটক করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে নতুন বাজার থেকে ফেইথ কোচিং সেন্টারের পরিচালক শামীম ও বাবুলকে গ্রেফতার করা হলে তারা মাদক ব্যবসার কথা স্বীকার করে। এরপরই নতুন বাজারের অদূরে ফেইথ কোচিং সেন্টার ভবন পুলিশ ঘিরে রাখে। পরে ডিবি পুলিশের সহকারী কমিশনারের নেতৃত্বে অভিযান চালিয়ে কোচিং সেন্টার থেকে ২২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT