নিরাপদ ভবিষ্যৎ চায় শিশু-কিশোররা নিরাপদ ভবিষ্যৎ চায় শিশু-কিশোররা - ajkerparibartan.com
নিরাপদ ভবিষ্যৎ চায় শিশু-কিশোররা

3:11 pm , September 20, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ জলবায়ু পরিবর্তন সংকট মোকাবেলায় নিরাপদ ভবিষ্যৎ চায় বরিশালের শিশু, কিশোর-কিশোরীরা। গতকাল শুক্রবার সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্ত্বরে জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব মোকাবেলা ও উত্তরণে ক্ষতিগ্রস্থ দেশের ন্যায্যতা হিস্যা আদায়ের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বরিশালের ২০টি সংগঠনের প্রায় আট শতাধিক শিশু ও কিশোর-কিশোরীরা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা সমাবেশ করে। বরিশাল গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অর্গানাইজিং গ্রুপ এর কো-অডিনেটর মনিরুল ইসলাম সোহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উন্নয়ন সংস্থা বিএনডিএন নির্বাহী পরিচালক আনোয়ার জাহিদ, উন্নয়ন সংস্থান (রান) নির্বাহী পরিচালক রফিকুল আলম, ইউনিসেফ প্রোগ্রাম অফিসার মোঃ জলিল, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ চৌধুরী প্রমূখ। এসময় বক্তারা বলেন, জলবায়ু সংক্রান্ত সমস্যার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা দিন দিন হারিয়ে ফেলছে কোমলমতি শিশুরা। ফলে ডায়রিয়া, পুষ্টিহীনতা, অন্যান্য প্রাণঘাতী রোগের ঝুঁকি, সামাজিক উন্নয়ন কাজে অংশগ্রহণ এবং শিশুর সুরক্ষা উন্নততর করার প্রচেষ্টা ব্যাহত হয়। যার প্রভাব পরেছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে। এই কর্মসূচীতে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, শিশু, কিশোর-কিশোরী ও এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT