দূর্গা পূজা উপলক্ষে পুলিশ কমিশনারের মতবিনিময় দূর্গা পূজা উপলক্ষে পুলিশ কমিশনারের মতবিনিময় - ajkerparibartan.com
দূর্গা পূজা উপলক্ষে পুলিশ কমিশনারের মতবিনিময়

3:04 pm , September 19, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ জেলা ও মহানগরের দূর্গা উৎসব উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা করেছেন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান (বিপিএম বার)। গতকাল বৃহস্পতিবার নগরীর অফিসার মেসে এ মতবিনিময় সভা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার (সদর) আবু সালেহ মোঃ রায়হান, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোক্তার হোসেন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) জাহাঙ্গীর মল্লিক, উপ-পুলিশ কমিশনার (ডিসি ট্রাফিক) খায়রুল আলম, উপ-পুলিশ কমিশনার (প্রসাশন সদর দপ্তর) আবু নাসের, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) সালেহ উদ্দিন, মহানগর পূজা উদ্যাপন পরিষদ সভাপতি নারায়ন চন্দ্র দে নাড়– ও জেলা পূজা উদ্যাপন কমিটির সাধারন সম্পাদক মানিক মূখার্জী কুডু প্রমুখ। সভায় পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান পূজা মন্ড এলাকায় আতসবাজী নিষিদ্ধসহ মাদক মুক্ত রাখার আহবান জানিয়েছেন। সভায় জানানো হয়, গুরুত্বপূর্ণ পূজা মন্ডপে একজন এসআইসহ আট জন পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। অধিক গুরুত্বপূর্ণ পূজা মন্ডপে একজন এসআইসহ ১৩ জন পুলিশ সদস্য মোতায়েন করা থাকবে। এছাড়া গোয়েন্দা সংস্থার সদস্য, ডিবি পুলিশ ও র‌্যাব সদস্যরা দায়িত্ব পালন করবে।
জানা গেছে এবারে বরিশাল জেলার দশ উপজেলায় ৫৭২ টি ও মহানগরে ৪১ টি সহ ৬১৩ টি পূজা মন্ডপে দূর্গা পূজা হবে।
যা গতবারের চেয়ে ১৩ টি বেশি পূজা মন্ডপে আয়োজন করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT