3:15 pm , September 18, 2019
ভা-ারিয়া প্রতিবেদক ॥ আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে ভান্ডারিয়া থানার ওসির। বুধবার বিকালে ভান্ডারিয়া থানা পার্কে সভায় সভাপতিত্ব করেন ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ ভান্ডারিয়া উপজেলা শাখার সভাপতি বাবু কিরণ চন্দ্র বসু, সহ-সভাপতি বাবু বিধান চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বিরেন্দ্র নাথ বসু, ভান্ডারিয়া মদন মোহোন জিউ মন্দির পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক সুকুমার রায় সহ বিভিন্ন ইউনিয়ন পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। সভায় অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের জন্য প্রতিটি মন্ডপে নিজস্ব আলোক ব্যবস্থা, স্বেচ্ছাসেবক নিয়োগ, নির্দ্রিস্ট সময়ের মধ্যে প্রতিমা বিসর্জনসহ বিভিন্ন দিকনির্দেশনা দেন। এবার ভান্ডারিয়া উপজেলায় ৪৩ টি শারদীয় দুর্গাপূজা এবং ২২টি জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হবে।