বোরহানউদ্দিনে নিজ অর্থ ব্যয় করে এতিম কন্যাকে বিয়ে দিয়েছেন চিকিৎসক বোরহানউদ্দিনে নিজ অর্থ ব্যয় করে এতিম কন্যাকে বিয়ে দিয়েছেন চিকিৎসক - ajkerparibartan.com
বোরহানউদ্দিনে নিজ অর্থ ব্যয় করে এতিম কন্যাকে বিয়ে দিয়েছেন চিকিৎসক

3:06 pm , September 17, 2019

বোরহানউদ্দিন প্রতিবেদক ॥ তানিয়া নামের এক এতিম মেয়েকে আনুষ্ঠানিক ভাবে বিয়ে দিয়ে মানবতা দেখালেন ভোলার বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এর ডাঃ আবুল কালাম আজাদ(স্যাকমো)। গত ১১-০৯-১৯ ইং তারিখে ফুড পার্ক চাইনিজ এন্ড বিরানী হাউজে ডাঃ আবুল কালাম আজাদের সহযোগিতায় আনুষ্ঠানিক ভাবে বিয়ে হয় এতিম মেয়ে তানিয়ার।
এতিম তানিয়া ২০১৮ সালে আত্মহত্যার উদ্দ্যেশ্যে হাকিমুদ্দিন লঞ্চঘাটে মেঘনা নদীতে ঝাপদেয়। পরে স্থানীয়রা নদীথেকে উদ্ধার করে তানিয়াকে। নৌপুলিশ সহ স্থানীয় লোক তাকে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করেন। কোথায়ও আশ্রয় না পেলেও হাসপাতালে দুবেলা ভাত খাওয়ার জন্য সেখানেই থেকে যান আশ্রয়হিন এতিম মেয়ে তানিয়া। পরে দৌলতখান উপজেলার পশ্চিম জয়নগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে আক্তার হোসেন এর সাথে বিবাহের আয়োজন করেন হাসপাতালের ডাঃ আবুল কালাম আজাদ (স্যাকমো)। জানা যায় ডাঃ আবুল কালাম আজাদ (স্যাকমো) তার সহযোগিতায় বোরহানউদ্দিন উপজেলায় এতিম ৩ জন মেয়েকে বিবাহ দেন। বেকার এক এতিম যুবককে চালের দোকান দিয়ে কর্মসংস্থান করেন। ১০ জন এতিম ছেলেকে লেখা-পড়া করার জন্য সহযোগিতা করে আসছেন। তার এই মানবতা দেখে সচেতন মহল বলেন, বোরহানউদ্দিন হাসপাতালের একজন ডাঃ আবুল কালাম আজাদ (স্যাকমো) সাধারণ মানুষের পাশে দাড়িয়ে তিনি মানবতার পরিচয় দিয়েছেন। তার এই মানবতা দেখে যেন সমাজের বিত্তশালিরা মানবতায় এগিয়ে আসেন। ডাঃ আবুল কালাম আজাদ (স্যাকমো) বলেন, আমার বেতনের অর্ধেক টাকা আমি গরিব ও এতিম দেরকে সহযোগিতা করি, আমি মরার পরে কবরে টাকা পয়সা কিছুই নিতে পারব না, তখন আমার এই সহযোগিতা আমার পাশে থাকবে। আমি যতদিন বেচে থাকব এতিমদেরকে সহযোগিতা করে যাব।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT