3:39 pm , September 16, 2019
ভা-ারিয়া প্রতিবেদক ॥ ভা-ারিয়ায় অটো রিক্সার ধাক্কায় স্কুল ছাত্র নিহত হয়েছে। গতকাল সোমবার সকালে ভা-ারিয়া-বরিশাল আঞ্চলিক মহা সড়কের ভা-ারিয়া কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্র হলো- মো. রিশাদ (৭)। সে কলেজ মোর জামিরতলা এলাকার বাসিন্দা মো. রফিকুল ইসলাম ফরাজির ছেলে এবং জামিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। স্থানীয়রা জানিয়েছে, রিশাদ প্রতি দিনের ন্যায় সকাল নয়টায় স্কুলে যাওয়ার পথে রাস্তা পাড় হওয়ার চেষ্টা করে। এ সময় একটি অটো রিক্সার ধাক্কায় ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত ভা-ারিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে ভা-ারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তফা হোসেন জানান, লাশের সুরাতাল রিপোর্ট করার পরে লাশ মর্গে পাঠানো হয়েছে। তবে অটো রিক্সাটি আটক করা গেলেও ড্রাইভার পলাতক রয়েছে।