ভোলায় পুলিশকে ফাঁকি দিয়ে হত্যা মামলার আসামীর পলায়ন ভোলায় পুলিশকে ফাঁকি দিয়ে হত্যা মামলার আসামীর পলায়ন - ajkerparibartan.com
ভোলায় পুলিশকে ফাঁকি দিয়ে হত্যা মামলার আসামীর পলায়ন

3:36 pm , September 16, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ ভোলায় আদালতে নেয়ার পথে পুলিশের কাছ থেকে পালিয়েছে হত্যা মামলার আসামী। গতকাল সোমবার দুপুরে ভোলার বাপ্তার হাজিরহাট এলাকায় পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যায় আসামী মো. মাকসুদ (৩০)। সে ইলিশা ইউনিয়নের চর আনন্দ গ্রামের বাসিন্দা। মেঘনা নদীতে জাল পাতা নিয়ে সংঘর্ষে নিহত জেলে মো. আবুল বাশার (৩৫) হত্যা মামলার প্রধান আসামী। মেঘনা নদীর তুলাতলী এলাকায় রোববার ভোর রাতে দুই পক্ষের জেলেদের মধ্যে সংঘর্ষে বাশার আহত হয়। সে ভোলা সদর উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের বাসিন্দা। গতকাল সোমবার ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জেলে বাশার। এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে ভোলা মডেল থানায় একটি মামলা করেছে। সোমবার সকালে মাকসুদকে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই সাজন গ্রেফতার করে। দুপুরের দিকে ওই তদন্ত কেন্দ্রর ইনচার্জ এসআই রতন কুমার শীল আদালতে পাঠানোর উদ্দেশে মাকসুদকে নিয়ে ভোলা সদরে রওনা দেয়। পথিমধ্যে হাজিরহাট এলাকায় হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা সেখানে দাঁড়িয়ে পড়েন। এ সময় মাকসুদ পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সার জানান, পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারের জন্য সেখানে আরও পুলিশ মোতায়েন করা হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৫ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে মেঘনা নদীর তুলাতুলি এলাকায় ৫/৬ জন জেলেকে নিয়ে জাল পাতেন আবুল বাশার। এ সময় মাকসুদ ও তার সঙ্গী ৮/৯ জন জেলে তাদের জাল উঠিয়ে নিতে বলেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আবুল বাশারসহ উভয় পক্ষের আরও ৪/৫ জন আহত হন। তাদের মধ্যে আবুল বাশারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রোববার দুপুরে তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT