অনলাইন পোর্টাল বিজয় নিউজ ডট কম উদ্বোধন অনলাইন পোর্টাল বিজয় নিউজ ডট কম উদ্বোধন - ajkerparibartan.com
অনলাইন পোর্টাল বিজয় নিউজ ডট কম উদ্বোধন

3:35 pm , September 16, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বর্ণ্যাঢ্য আয়োজনে অনলাইন নিউজ পোর্টাল বিজয় নিউজ ডট কমের উদ্বোধন করা হয়েছে। এছাড়াও বিজয় নিউজের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথি ও বরিশাল প্রেসক্লাব সভাপতি সম্পাদক সহ সিনিয়র সাংবাদিরদের সম্মাননা ক্রেস্ট দেয়া হয়েছে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি মহানগর মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান (পিপিএম বার) ভাল রিপোর্ট প্রকাশ করার মাধ্যমে বিজয় নিউজ ডট কম নিজেকে সমাজের কাছে তুলে ধরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। এছাড়াও অপ-সাংবাদিকতা যেন গ্রাস না করে সেদিকে লক্ষ রাখার আহবান জানান তিনি। এ সময় তিনি আরো বলেন, সমাজের আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ ও সাংবাদিক মহল সমন্বয়ে কাজ করা যায় তাহলে নগর উন্নয়নে বেশী সময় লাগবে না।
গতকাল সোমবার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের তৃতীয় তলার মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিআইজি শফিকুল ইসলাম (পিপিএম ও বিপিপিএম বার)। শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল আঞ্চলিক পরিচালন প্রফেসর মোয়াজ্জেম হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয় বরিশাল আঞ্চলিক পরিচালক অলক সাহা, মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, সাবেক সভাপতি এ্যাড এসএম ইকবাল, দৈনিক পরিবর্তন সম্পাদক কাজী মিরাজ মাহমুদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিজয় নিউজের উপদেষ্টা ও দৈনিক যুগান্তর বরিশাল ব্যুরো প্রধান আকতার ফারুক শাহিন।
বিজয় নিউজের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথি ও বিশেষ অতিথি সহ সিনিয়র ২০ জন সাংবাদিকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT