3:08 pm , September 15, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ আসন্ন মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় ভাইস চেয়ারম্যান হয়েছেন খোরশেদ আলম ভুলু ও মহিলা ভাইস চেয়ারম্যান রওমান বিনতে শফিকুল ইসলাম। গতকাল রোববার মনোনয়নপত্র বাছাইয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী নলী মোঃ জামাল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শরীফা নাসরিন চৌধুরী’র মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা শওকত আলী এ তথ্যের সত্যতা স্বীকার করছেন। এ ছাড়া উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত এ্যাডঃ মুনসুর আহম্মেদ, বিএনপি সমর্থিত ওয়াহিদ হারুন, জাতীয় পার্টি সমর্থিত হাওলাদার মোঃ হানিফ, স্বতন্ত্র প্রার্থী কেএম রফিকুল ইসলাম, মাহফুজুর রহমান লিটন, মশিউর রহমান পলাশ প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আগামী ১৪ই অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে মেহেন্দিগঞ্জে সর্বপ্রথম ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। মেহেন্দিগঞ্জের প্রতিটি কেন্দ্রেই ইভিএম পদ্ধতিতে ভোট হবে। এজন্য উপজেলা নির্বাচন অফিসের পক্ষথেকে প্রয়োজনীয় প্রশিক্ষন ও গণসচেতনা মূলক প্রশিক্ষন কার্যক্রম দ্রুত শুরু হবে বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা।