3:14 pm , September 14, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে ব্যাটারিচালিত রিক্সা চলাচলের অনুমতিসহ মেয়রের প্রতিশ্রুতি রক্ষা ও তাকে পাশে পেতে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল শনিবার নগরীর ফকিরবাড়ি রোডের কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন করেছে বরিশাল রিক্সা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়ন ও ব্যাটারিচালিত রিক্সা মালিক-শ্রমিক সংগ্রাম কমিটি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তাদের উপদেষ্টা ডা: মনীষা চক্রবর্তী , বরিশাল রিক্সা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিক ও মালিক-শ্রমিক সংগ্রাম কমিটির আহবায়ক শাজাহান মিস্ত্রী। লিখিত বক্তব্যের মাধ্যমে তারা জানায়, সন্তান-সন্ততি নিয়ে গত ১৯ আগস্ট থেকে আমরা অর্ধাহারে – গত ১৯ আগস্ট থেকে দফায় দফায় ব্যাটারীচালিত রিক্সা উচ্ছেদে পরিচালিত অভিযান তাদের পথে বসিয়ে দিয়েছে। মাসব্যাপী এই উচ্ছেদ অভিযানে এ পর্যন্ত প্রায় পাচ শতাধিক ব্যাটারীচালিত রিক্সা আটক করা হয়েছে। তাই গরীব রিক্সাশ্রমিকদের দেয়া প্রতিশ্রুতি মেয়র যেন রক্ষা করেন তার প্রতি সেই আহবান জানিয়ে বরিশালবাসীকে পাশে থাকার আহবান জানানো হয়েছে।