লালমোহনে বাসের চাপায় স্কুল ছাত্র নিহত লালমোহনে বাসের চাপায় স্কুল ছাত্র নিহত - ajkerparibartan.com
লালমোহনে বাসের চাপায় স্কুল ছাত্র নিহত

3:10 pm , September 14, 2019

লালমোহন প্রতিবেদক ॥ ভোলার লালমোহনে যাত্রীবাহী বাসের চাপায় স্কুল ছাত্র নিহত হয়েছে। শনিবার সকাল ৮টায় লালমোহন চৌরাস্তা মোড়ের দত্তপাড়া রোডের মাথায় লালমোহন হাই স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র শরিফকে দ্রুতগামী বাস গুলজার পরিবহন মাথায় চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই নিহত হয় শরিফ। শরিফ লালমোহন পৌরসভার গুচ্ছগ্রামের আবুল কাশেমের ছেলে। সে বাইসাইকেল চালিয়ে পূর্ব দিক থেকে বাড়ি যাচ্ছিল। বাসটি চরফ্যাশন থেকে ভোলার উদ্দেশ্যে যাচ্ছিল।
এ ঘটনায় উত্তেজিত জনতা ও শরিফের সহপাঠিরা বাজারে বিক্ষোভ মিছিল করে সড়ক অবরোধ করে। ঘাতক বাস চালককে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করে শরীফের সহপাঠী ও পৌর শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এসময় বেশ কয়েক ঘন্টা সব ধরনের যানবাহন বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা। পরে স্কুল ছাত্র নিহতের ঘটনায় লালমোহন পৌর শহরের চৌরাস্তার মোড়ে ট্রাফিক পুলিশের ব্যবস্থা, ঘাতক বাস চালকের শাস্তির দাবী ও নিহত ওই স্কুল ছাত্রের পরিবারকে ক্ষতিপূরণ দেয়াসহ ৮ দফা দাবিতে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমির কাছে স্মারকলীপী প্রদান করেছেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা। ইউএনও ঘটনাস্থলে এসে যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি প্রদান করলে দুপুর পোনে ১টার দিকে বিক্ষোভ থেকে সড়ে দাঁড়ায় শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন ওসি মীর খায়রুল কবীর, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকির বিশ্বাস প্রমূখ।লালমোহন থানার ওসি মীর খাইরুল কবীর জানান, পুলিশ বাইসাইকেল আরোহী নিহত ছাত্রের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। গুলজার বাসটি বোরহানউদ্দিনের দালাল বাজার আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT