বঙ্গোপসাগরে ডুবে যাওয়া জাহাজের কন্টেইনার গঙ্গামতির সৈকতে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া জাহাজের কন্টেইনার গঙ্গামতির সৈকতে - ajkerparibartan.com
বঙ্গোপসাগরে ডুবে যাওয়া জাহাজের কন্টেইনার গঙ্গামতির সৈকতে

3:06 pm , September 14, 2019

এএম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা ॥ কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ডুবে যাওয়া এমভি গলফ আরগো লাইটার জাহাজের বিশাল আকারের একটি খালি কন্টেইনার তীরে ভেসে এসেছে। শুক্রবার দুপুরে গভীর সমুদ্র থেকে ভেসে এসে গঙ্গামতির সৈকতের বেলাভূমিতে আটকে পড়েছে। এটিকে এক নজর দেখতে উৎসুক জনতা ভিড় করেছে সৈকত এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কন্টেইনারটি স্থানীয় এক ব্যক্তির কাছে জিম্মায় রেখেছে বলে পুলিশ জানিয়েছেন। জানা গেছে, বৃজস্পতিবার রাতে কন্টেইনারবাহী জাহাজ এমভি আরগো ১৫২ টি কন্টেইনার নিয়ে চট্টগ্রাম থেকে ভারতে যাবার পথে পায়রা ফেয়ারওয়ে বয়ার কাছে পৌঁছলে ইঞ্জিন বিকল হয়ে যায়। এসময় বঙ্গোপসাগরের উত্তাল তান্ডবে কন্টেইনারসহ জাহাজটি ডুবে যায়। খবর পেয়ে গভীর সমুদ্রে টহলরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বা নৌ জা সাগু তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে ১৪ জন নাবিককে সমুদ্রে ভাসমান অবস্থায় উদ্ধার করে বলে উদ্ধারকারী জাহাজ বা নৌ জা সাগু’র সূত্রে জানা গেছে। মহিপুর থানার ওসি মো. সোহেল আহম্মেদ জানান, ঘটনাস্থলে গিয়ে ওই কন্টেইনারটি স্থানীয় সাবেক ইউপি সদস্য আবুল ফকিরের জিম্মায় রাখা হয়েছে। এছাড়া পায়রা বন্দর কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT