3:02 pm , September 14, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ কীর্তনখোলা নদীভাঙন রোধে চলমান প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম এমপি। গতকাল শনিবার সকাল ৯টার দিকে স্পিডবোর্টযোগে তিনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে নিয়ে পরিদর্শন করেছেন। প্রথমে প্রতিমন্ত্রী বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নে চলমান ভাঙন রক্ষা প্রকল্প পরিদর্শন করেন। এসময় তিনি প্রকল্প সংশ্লিষ্ট ঠিকদারকে যথা নিয়মে দ্রুত কাজ শেষ করার নির্দেশনা দেন। পরে তিনি সেখান থেকে কীর্তনখোলা নদীর পূর্বতীর হিরন কলোনীতে চলামান প্রকল্প পরিদর্শন করেন। এর আগে বরিশাল সদর আসনের এই সাংসদ সেখান থেকে স্পিডবোর্টযোগে গুচ্ছগ্রাম এলাকায় গিয়ে বাসিন্দাদের সাথে নানা বিষয়ে কথা বলেন। এবং তাদের সমস্যাগুলো সমাধানে আশ্বাস দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন- পানি উন্নয়ন বোর্ড বরিশাল অঞ্চলের ইঞ্জিনিয়ার জুলফিকার হাওলাদার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সফি উদ্দিন এবং নির্বাহী প্রকৌশলী উজ্জল কুমার সেনসহ আওয়ামী লীগ নেতাকর্মীরা।