3:19 pm , September 13, 2019
শামীম আহমেদ ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব- ১৭) কিশোর বরিশাল সদর উপজেলা ইউনিয়ন পর্যায়ে ফাইনাল খেলায় চড়বাড়িয়া ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শুক্রবার বিকালে শহীদ আঃ রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে সদর উপজেলার এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় টুঙ্গিবাড়িয়া ইউনিয়নকে ৩- ১ গোলে হারিয়ে দ্বিতীয় বারের মত চ্যাম্পিয়ন হয় চরবাড়িয়া ইউনিয়ন। উভয় দলের হাতে ট্রফি তুলে দেয়ার পূর্বে প্রধান অতিথি পাণি সম্পদ প্রতি মন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি বলেন, এদেশ স্বাধীন হওয়ার পরপর বঙ্গবন্ধুর পরিবারের সন্তান শেখ কামাল আবাহনী ক্রীড়া চক্র ক্লাবের মাধ্যমে ফুটবল খেলার আধুনিকতার সৃষ্টি করে গেছে। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী আজ খেলা-ধুলার মান উন্নয়নের জন্য সর্বাত্বক কাজ করছেন। সেই ধারায় আজ আমরা খেলা-ধুলার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের মাটিতে সুন্দর খেলা উপহার দিয়ে বাংলাদেশের মান উজ্জল করেছে এদেশের খেলোয়ার সন্তানরা।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী সবসময়ে মনে করেন সুস্থ সবল জাতি গড়তে হলে খেলাধুলার কোন বিকল্প নেই তাই তিনি প্রতিটি জেলা ও উপজেলার খেলার মাঠগুলোকে উপযোগী করে তোলার নির্দেশ দিয়েছেন।
বরিশাল জেলা প্রশাসন ও বরিশাল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসেনের সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন বরিশাল স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, বরিশাল চড়বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহতাব হোসেন সুরুজ। এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় ক্রিড়া সংস্থার সভাপতি আসাদুজ্জামান খসরু, বিভাগীয় ক্রিড়া সংস্থার কোষাধাক্ষ মুজিবুল হক, জেলা ফুটবল এসোসিয়েশনের সম্পাদক জাহিদুল ইসলাম মিলন, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন সহ বিভিন্ন প্রশাসন ও ক্রীড়ামোদী কর্মকর্তারা।
ফাইনাল খেলায় চরবাড়িয়া দলের নাদিম মাহমুদ একাই দুটি গোল করেন। অপরদিকে বিজিত দল টুঙ্গিবাড়িয়া দলের পক্ষে শহিদুল ১টা গোল পরিশোধ করেন।
এবারের টুর্নামেন্টে চড়বাড়িয়া ইউনিয়ন দলের নাদিম মাহমুদ ৪টি গোল করে সেরা গোলদাতার গৌরব অর্জন কর্নে। অপরদিকে একই দলের নাঈম ম্যান অব দ্যা ম্যাচ হয়েছন।