লালমোহন পৌর নির্বাচনে ২ মেয়রসহ ৬৫ প্রার্থীর মনোনয়ন জমা লালমোহন পৌর নির্বাচনে ২ মেয়রসহ ৬৫ প্রার্থীর মনোনয়ন জমা - ajkerparibartan.com
লালমোহন পৌর নির্বাচনে ২ মেয়রসহ ৬৫ প্রার্থীর মনোনয়ন জমা

3:15 pm , September 12, 2019

মোঃ জসিম জনি, লালমোহন ॥ লালমোহন পৌরসভা নির্বাচনে ২ জন মেয়র প্রার্থী ও সাধারণ কাউন্সিলর পদে ৫২ জন প্রার্থী এবং সংরক্ষিত ৪টি মহিলা আসনে ১৩ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিনে লালমোহনে জেলা নির্বাচন অফিসার মোঃ আলাউদ্দিন আল মামুনের কাছে এসব মনোনয়ন ফরমা জমা দেওয়া হয়। আওয়ামী লীগ প্রার্থী এমদাদুল ইসলাম তুহিন লালমোহনে ফরম জমা দিলেও ভোলা জেলা নির্বাচন অফিসে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপি মনোনিত প্রার্থী সোহেল আজীজ শাহিন। এছাড়া ৪ নং ওয়ার্ডের আরেক কাউন্সিলর প্রার্থী মাকছুদ আহমেদও ভোলায় ফরম জমা দিয়েছে। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার আমির খসরু গাজী জানান, বৃহস্পতিবার মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ ছিল। বিকেল ৫টা পর্যন্ত ২ জন মেয়র প্রার্থী, ৫২জন কাউন্সিলর প্রার্থী ও ১৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। লালমোহন পৌরসভায় বিগত ৯টি ওয়ার্ডসহ নতুন ৩টি ওয়ার্ড মিলিয়ে ১২টি ওয়ার্ডে এবার নির্বাচন হচ্ছে। মনোনয়নপত্র যাচাইবাছাই ১৫ সেপ্টেম্বর, প্রত্যাহার ২২ সেপ্টেম্বর। নির্বাচন অনুষ্ঠিত হবে ১৪ অক্টোবর। ২০১০ সালের ১০ ডিসেম্বর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর মেয়াদ উত্তীর্ণ হলেও মামলার কারণে দীর্ঘ ৯ বছর পর নির্বাচন হচ্ছে। লালমোহন পৌরসভায় মোট ভোটার রয়েছে ১৯ হাজার ৮০জন। তার মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৮৮ জন আর মহিলা ভোটার ৯ হাজার ৩’শ ৯২ জন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT