3:14 pm , September 12, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের করা মাদক মামলায় নগরীর নতুন বাজারের ৫ মাদক ব্যবসায়িকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে আদালত। এর মধ্যে সজলকে ১২ বছর কারাদ- সহ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড, জনিকে ৭ বছর কারাদ- সহ ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাস কারাদন্ড এবং জুম্মান, সুজন ও কাজলের প্রতেককে ৬ বছর কারাদ- সহ ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাস করে কারাদ- দেয়া হয়। রায় ঘোষনার সময় আসামী সজল পলাতক থাকলেও অপর ৪ জন উপস্থিত ছিল। গতকাল বৃহস্পতিবার এ দন্ড দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম। দন্ডপ্রাপ্ত আসামীরা হচ্ছে কাউনিয়া খালপাড় বস্তি এলাকার মৃত কামরুল গাজীর ছেলে সজল ওরফে সাজন গাজী, নতুন বাজার আদি শ্নশ্নান বস্তির সাগর মজুমদারের ছেলে জনি মজুমদার, বি এম স্কুল এলাকার আলী হোসেন মৃধার ছেলে জুম্মান হোসেন মৃধা ও জনির বড় ভাই সুজন মজুমদার এবং পটুয়াখালী জেলা ও পৌরসভার পুরান বাজার এলাকার মৃতকালাচান ধরের ছেলে কাজল ধর ওরফে বিকাশ ধর। এদের বিরুদ্ধে গতবছর ২১ মার্চ কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন ডিবির ফিরোজ আহমেদ। অভিযোগে তিনি বলেন, ২০ মার্চ নতুন বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় জনি মজুমদারের জোতস্না ইলেকট্রিক ও সাউন্ড নামক দোকানের মধ্য হতে ৫ জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের সময় সজল ১ হাজার পিস, জনি ২ শ পিস এবং বাকি ৩ জনে প্রত্যেকে ১ শ পিস করে মোট দেড় হাজার পিস ইয়াবা ট্যাবলেট বের করে দেয় এবং তারা মাদক ব্যবসা করার কথা স্বীকার করেন। তদন্তে সত্যতা পেয়ে ডিবি পুলিশের পরিদর্শক কাজী মাহবুবুর রহমান একই বছরের ২৯ এপ্রিল ৫ জনের বিরুদ্ধে চার্জশীট জমা দেন। মামলায় ১৪ জনের সাক্ষ্য নিয়ে বিচারক ওই দন্ড দেন।