নকল ঔষধসহ আটক কবিরাজকে জরিমানা নকল ঔষধসহ আটক কবিরাজকে জরিমানা - ajkerparibartan.com
নকল ঔষধসহ আটক কবিরাজকে জরিমানা

3:13 pm , September 12, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বিএসটিআই’র সিল দেয়া নকল ভেষজ ঔষধ সরবরাহ করতে এসে ধরা পড়েছে মাহাবুব হোসেন মিঠু হাওলাদার ওরফে মিঠু কবিরাজ নামের এক প্রতারক। জীবন সন্ধান দাওয়াখানার মালিক সাপুরে মান্না পাহারী ওই প্রতারককে ধরে পুলিশের হাতে তুলে দেয়। পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভূয়া কবিরাজকে তিন হাজার টাকা জরিমানা ও নকল ওষুধ ধ্বংস করা হয়েছে।
এর আগে বুধবার রাত পৌনে ৮টার দিকে নগরীর পলাশপুর এলাকার কাজীর গোরস্থান এলাকায় এই ঘটনা ঘটে। নকল ভেষজ ঔষধ নিয়ে আটক হওয়া মিঠু কবিরাজ ঝালকাঠি সদর থানাধীন বিনয়কাঠী এলাকার বাসিন্দা বলে জানাগেছে।
তথ্য নিশ্চিত করে কাজীর গোরস্থান জীবন সন্ধান দাওয়াখানার কবিরাজ ও সাপুরে মান্না পাহারী জানান, তিনি মিঠু কবিরাজের কাছে প্রায় ৭শ পিস ভেষজ দাদের মাজন, ব্যথানাশক পান্ডার মালিশ ও কয়েকটি আইটেমের তরল ওষুধের অর্ডার করেন। বুধবার রাতে মিঠু কবিরাও ওই ওষুধ সরবারাহের জন্য জীবন সন্ধান দাওখানায় আসে। তার প্রতিটি ওষুধের টিউবে বিএসটিআই এর হলোগ্রাম লাগানো থাকলেও সে কোন চালান বা বৈধ কাগজ দেখাতে পারেনি। এক পর্যায় ওষুধগুলো নকল বলে স্বীকার করে। পরে কাউনিয়া থানায় খবর দিয়ে নকল ওষুধ বিক্রেতা মিঠুকে নকল ওষুধ সহ পুলিশের কাছে সোপর্দ করা হয়। নকল ওই ওষুধের খুচরা মূল্য ৪০ থেকে ৫০ হাজার টাকা হবে বলে জানিয়েছেন মান্না পাহারী।
কাউনিয়া থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, আটককৃত মিঠুকে নকল ওষুধ সরবরাহের অপরাধে বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তার মাধ্যমে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জব্দকৃত ওষুধ ধ্বংস করা এবং মুচলেকা রেখে মিঠু হাওলাদারকে ছেড়ে দেয়া হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT