জলবায়ু বিপর্যয় রোধে বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত জলবায়ু বিপর্যয় রোধে বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত - ajkerparibartan.com
জলবায়ু বিপর্যয় রোধে বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত

3:20 pm , September 9, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ জলবায়ুর বিপর্যয় রোধে উপকূলবাসীর আন্দোলন সংগঠনের বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে নগরীর ফকিরবাড়ী রোডে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিটির আহবায়ক কাজী মিজানুর রহমান। সভাপতির বক্তব্যে কাজী মিজান বলেন,
“প্রাপ্ত তথ্য অনুযায়ী আগামী ৩০ বছরের মধ্যে পৃথিবীর নিম্নাঞ্চল সমুদ্রে তলিয়ে যাবে। আমাদের দেশের উপকূলীয় অঞ্চল সমুদ্রে তলিয়ে গেলে ৬ থেকে ১০ কোটি মানুষ তাদের ভূমি হারাবে। এই বিশাল ভুমিহীন উপকুলীয় জনসংখ্যাকে কিভাবে আবাসস্থল দেয়া যাবে সেটা বিশ্ববাসীর জন্য কঠিন চ্যালেঞ্জ।উন্নত দেশগুলো কার্বন এবং অন্যান্য গ্রীনহাউস গ্যাস নির্গমন করে গ্লোবাল ওয়ার্মিং সৃষ্টি করছে। এটি প্রতিকুল জলবায়ু সৃষ্টি, সমুদ্রস্তর উচ্চতার কারন। এই কারনে আমরা ৩০ বছরের মধ্যে আমাদের বর্তমান উপকুলীয় এলাকা হারাতে যাচ্ছি। বিষয়টির গুরুত্ব উপলব্দি করে জাতিসংঘ এইবছরকে পরিবেশ বছর হিসাবে ঘোষনা করেছে এবং পরিবেশ মাস সেপ্টেম্বর। ” তিনি আরও বলেন, সুইডেনের ১৫ বছরের কিশোরী গ্রেটা থুনবার্গ’র ডাকে ইউরোপের বেশীর ভাগ দেশের লক্ষ লক্ষ ছেলে মেয়েরা ক্রমবর্ধমান হারে প্রতি শুক্রবার স্কুল বন্ধ দিয়ে রাস্তায় সভা করছে। ফ্রাইডে ফর ফিউচার সংগঠনের একটাই দাবি, যতদিন তাদের সরকার গুলো জলবায়ু পরিবর্তনে মনুষ্য সৃষ্ট দূষন বন্ধ না করবে ততদিন পর্যন্ত তারা প্রতি শুক্রবার এই মিছিল মিটিং সমাবেশ করবে। আমাদের সচেতন হতে হবে, আমাদের দেশ তথা এই বিশ্বকে বাঁচাতে আওয়াজ তুলতে হবে। সংগঠনের অন্যতম সদস্য আনোয়ার জাহিদ তার বক্তব্যে উপকূলবাসীদের, বিশেষত তরুনদের এই আন্দোলনের সাথে সম্পৃক্ত করার উপর জোর দেন। এছাড়াও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য দেন রফিকুল আলম। সভায় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক মো আবদুল মোতালেব হাওলাদার, অধ্যাপক বিমল চক্রবর্তী, শুভঙ্কর চক্রবর্তী, সালমা খান, ইব্রাহিম মাসুম ও কাজী নাভিদ নাসিফ রাকিন প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT