কীর্তনখোলা নদীতে দুই লঞ্চের ধাক্কাধাক্কিতে আতংকিত যাত্রীরা কীর্তনখোলা নদীতে দুই লঞ্চের ধাক্কাধাক্কিতে আতংকিত যাত্রীরা - ajkerparibartan.com
কীর্তনখোলা নদীতে দুই লঞ্চের ধাক্কাধাক্কিতে আতংকিত যাত্রীরা

3:21 pm , September 8, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ ঢাকা-বরিশাল নৌ পথে গরীর রাতে যাত্রীবাহি লঞ্চকে ধাক্কা দিয়েছে অপর একটি যাত্রীবাহি লঞ্চ। শনিবার ভোর রাত সোয়া ৩ টায় কীতর্নখোলা নদীর বেলতলা এলাকায় এই ঘটনা ঘটে। যাত্রীবাহি লঞ্চ দুইটি হচ্ছে কুয়াকাটা-২ ও এ্যাডভাঞ্চার-৯। দুই লঞ্চের প্রতিযোগিতার কারণে কুয়াকাটা-২ লঞ্চকে ধাক্কা দেয় এ্যাডভাঞ্চার-৯ লঞ্চটি। লঞ্চে ধাক্কার কারণে দুই লঞ্চের যাত্রীদের মাঝেই আতংক ছড়িয়ে পড়ে। তবে কোন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
জানা গেছে, শনিবার রাতে ঢাকা সদর ঘাট থেকে অন্যান্য লঞ্চের মত কুয়াকাটা-২ ও এ্যাডভাঞ্চার-৯ বরিশালের উদ্দেশ্যে যাত্রা করে। পথিমধ্যে ভোর সোয়া ৩ টার দিকে কীর্তণখোলার বেলতলা উত্তরাংশে এ্যাডভাঞ্চার-৯ কে যাওয়ার সুযোগ দেয়নি কুয়াকাটা ২। এক পর্যায়ে এ্যাডভাঞ্চার-৯ লঞ্চের ধাক্কায় কুয়াকাটা-২ লঞ্চের পিছনের অংশ ফেটে যায়। এ সময় উভয় লঞ্চে থাকা যাত্রীরা ডাকচিৎকার শুরু করে বলে যাত্রীরা জানিয়েছে। কুয়াকাটা-২ লঞ্চের স্টাফ সূত্রে জানা যায়, আমাদের লঞ্চটি অতিক্রম করার পরে পিছন দিক থেকে স্ব-জোরে ধাক্কা দেয় এ্যাডভাঞ্চার-৯ লঞ্চটি। আমাদের লঞ্চে এক হাজারেরও বেশি যাত্রী ছিলো। সবাই আতংক গ্রস্থ হয়ে পড়ে। এ্যাডভাঞ্চার-৯ লঞ্চের স্টাফরা জানান, আমরা স্বাভাবিকভাবে বরিশালে ফিরছিলাম। হঠাৎ কুয়াকাটা দুই পাল্লা দিয়ে আমাদের ওভার করে চলে যাচ্ছিল। আমরাও আগে যাওয়ার চেষ্টা করলে একটু ধাক্কা লাগে। এ বিষয়ে বরিশাল বন্দর কর্মকর্তাকে আমরা জানিয়েছি। এ ব্যাপারে বরিশাল নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ পরিচালক ও ভারপ্রাপ্ত বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার বলেন, দুই লঞ্চে প্রতিযোগিতায় ধাক্কার ঘটনা ঘটেছে। তবে যাদের ধাক্কা দেয়া হয়েছে তারা কোন অভিযাগ করে নি। তবে যারা ধাক্কা দিয়েছে তারা আমার কাছে এসে বলে গেছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT