3:16 pm , September 8, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ মাদক সেবি ও বিক্রেতাদের মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়ে বরিশাল রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম-বিপিএম (বার), পিপিএম বলেছেন, মাদকের কারণে ব্যক্তি, পরিবার, সমাজ সবই নষ্ট হয়। সকল অপরাধের মূলই হচ্ছে এই মাদক। যা মানুষের জীবন ধ্বংস করে দেয়। তাই আবারো বলছি যেসব মাদক ব্যবসায়ী ও সেবনকারি এখনো আত্মসমর্পণ করেননি তারা আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসুন। সমাজ থেকে মাদক নির্মূল করতে পারলে দেশ আরো এগিয়ে যাবে। গতকাল রোববার বরিশাল জেলা পুলিশের উদ্যোগে ‘আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসা মাদক ব্যবসায়ী ও সেবনকারিদের সাথে মতবিনিময় সভা ও নতুন মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় ডিআইজি এসব কথা বলেছেন। বেলা ১১টায় নগরীর পুলিশ লাইন্স এর ড্রিল শেডে জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম-বিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় অনুষ্ঠানে ডিআইজি আরো বলেন, ‘ইতিপূর্বে বরিশাল বিভাগে ১ হাজার ৩শত জনের মতো মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আত্মসমর্পণের মাধ্যমে আমরা স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছি। তারা এখন সুস্থ-সুন্দর জীবন যাপন করছে। আমরা চাই আপনারাও ফিরে আসুন। আপনাদের দায়িত্ব আমরা নিব। মতবিনিময় ও আত্মসমর্পণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি এহসান উল্লাহ, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক-বীর প্রতিক, বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাডভোকেট এসএম ইকবাল ও নারী নেত্রী রহিমা সুলতানা কাজল। এছাড়া মতবিনিময় সভার মাধ্যমে নতুন করে বরিশাল জেলার ৬ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারী আত্মসমর্পণ করে। এর আগে জেলায় ২২৩ জন আত্মসমর্পণ করেন। এ নিয়ে জেলায় আত্মসমর্পণকারীর সংখ্যা ২২৯ জন হয়েছে। তাদের পুনর্বাসনের জন্য ‘স্বপ্নতরী’ নামের একটি সমিতি গঠন করা হয়েছে। মতবিনিময় সভা শেষে আত্মসমর্পণকারীদের সাথে নিয়ে ‘স্বপ্নতরী’ নামের ওই সংগঠনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিআইজি। ৫৫ জন সদস্য নিয়ে আত্মপ্রকাশ ঘটা এই সংগঠন আত্মসমর্পণকারীদের ভবিষৎ জীবন মান উন্নয়নে কাজ করবে।