দৈনিক আজকের পরিবর্তন পত্রিকায় ভুয়া সংবাদ সংযোজন করে কোষ্টগার্ডের দপ্তরে অভিযোগ দৈনিক আজকের পরিবর্তন পত্রিকায় ভুয়া সংবাদ সংযোজন করে কোষ্টগার্ডের দপ্তরে অভিযোগ - ajkerparibartan.com
দৈনিক আজকের পরিবর্তন পত্রিকায় ভুয়া সংবাদ সংযোজন করে কোষ্টগার্ডের দপ্তরে অভিযোগ

3:12 pm , September 8, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ দক্ষিণাঞ্চলের সর্বাধিক জনপ্রিয় দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে একটি মহল। তারা পত্রিকাটিতে একটি ভূয়া সংবাদ সংযোজন বাংলাদেশ কোস্টগার্ডের একজন প্রকৌশলীর বিরুদ্ধে তাদের সদর দপ্তরে অভিযোগ করেছে। ফলে বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে কোস্টগার্ডের গোয়েন্দা শাখা সহ প্রশাসনের অন্যান্য গোয়েন্দা বিভাগ। খুব দ্রুতই পত্রিকায় ভুয়া সংবাদ সংযোজন করা অভিযোগকারীদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলে আশাবাদী কোস্টগার্ড সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, ‘সম্প্রতি বাংলাদেশ কোস্টগার্ড বরিশাল এর চীফ ইঞ্জিনিয়ার কবির আহমেদ এর বিরুদ্ধে কোস্টগার্ড সদর দপ্তরে একটি অভিযোগ দেয়া হয়েছে। ওই অভিযোগের সাথে দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার একটি পেপার কাটিং সংযুক্ত করা হয়েছে। যে পত্রিকা কাটিংএ “বরিশালে কোষ্টগার্ড সদস্যের অপকর্ম ও হয়রানিতে অতিষ্ঠ এলাকাবাসী ও জেলেরা” শিরোনামে প্রথম পাতায় সিঙ্গেল কলমে একটি সংবাদ প্রকাশ হয়েছে বলে দেখানো হয়েছে। যা কোস্টগার্ড সদর দপ্তর থেকে তদন্ত করতে বলা হয়েছে। এর পর পরই আজকের পরিবর্তনকে ঢাল হিসেবে ব্যবহার করে কোস্টগার্ড কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষয়টি নজরে আসে পরিবর্তন কর্তৃপক্ষের।
কোস্টগার্ড বরিশাল কার্যালয়ে এসে পৌছানো ওই পেপার কাটিংএ দেখাগেছে, গত ২৫ আগস্ট প্রকাশিত আজকের পরিবর্তন পত্রিকার প্রথম পাতায় লিড নিউজের নিচের অংশে দ্বিতীয় লিডের পাশেই সিঙ্গেল কলামে কোস্টগার্ডের ওই কর্মকর্তার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। কিন্তু বাস্তবে ওই তারিখে আজকের বার্তার প্রকাশিত সংখ্যায় এ ধরনের কোন সংবাদই প্রকাশিত হয়নি।
তাছাড়া পত্রিকা কাটিংএ’র ডেট লাইনে ২৫ আগস্ট উল্লেখ করা হলেও মুলত ২ সেপ্টেম্বর প্রকাশিত সংখ্যাটি ব্যবহার করা হয়েছে ষড়যন্ত্রের ক্ষেত্রে। আজকের পরিবর্তনের ২ সেপ্টেম্বরের সংখ্যায় প্রথম পাতায় সেকেন্ড লিড এর পাশে সিঙ্গেল কলামে ‘বরগুনার এসপি পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করছেন: হাইকোর্ট” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদটি’র ওপর কোস্টগার্ড কর্মকর্তার বিরুদ্ধে সাজানো একটি সংবাদ জুড়ে দিয়ে তা ফটোকপি করে পেপার কাটিং তৈরী করা হয়েছে। যা পরবর্তীতে অভিযোগ আকারে প্রেরণ করা হয় বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরে।
এদিকে আজকের পরিবর্তনকে ব্যবহার করে এমন কর্মকান্ডকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন পত্রিকা কর্তৃপক্ষ। দক্ষিণাঞ্চলের সার্বাধিক জনপ্রিয় এই পত্রিকাটির সাফল্য এবং জনপ্রিয়তায় ঈর্শ্বান্বিত হয়েই কোন একটি মহল এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মনে করছেন কতৃপক্ষ। ফলে এমন জঘন্য অপরাধীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন পত্রিকা কর্তৃপক্ষ।
বাংলাদেশ কোস্টগার্ড বরিশাল গোয়েন্দা শাখার এবি এসএম সৈকত ইসলাম বলেন, ‘বিষয়টি খুবই লজ্জাজনক এবং ঘৃনিত অপরাধ। যারা এ কাজটি করেছে তারা নিশ্চয়ই কোন না কোন অপরাধের সাথে লিপ্ত। সেই অপরাধ ঢাকতেই পত্রিকা এবং কোস্টগার্ডকে জড়িয়ে মিথ্যা ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছে।
তিনি ধারনা করে বলেন, ‘পত্রিকার ওই কাটিংএ যেই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তিনি মুলত একজন নীতিবান অফিসার। যিনি অপরাধীদের কখনই ছাড় দেন না। তাছাড়া সম্প্রতি তিনি মাদক ব্যবসার বিরুদ্ধেও জিরো টলারেন্স দেখাচ্ছেন। এজন্যই হয়তো তার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করছে। বিষয়টি নিয়ে আমাদের গোয়েন্দা শাখা সহ সরকারের অন্যান্য গোয়েন্দা বিভাগ এরই মধ্যে কাজ শুরু করেছে। আমরা আশাবাদী যারা এই কাজটি করেছে তাদের খুব দ্রুতই চিহ্নিত করে গণমাধ্যমের সামনে নিয়ে আসা হবে। এজন্য সকলের সহযোগিতাও চেয়েছেন গোয়েন্দা শাখার এই কর্মকর্তা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT