মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ পুলিশের একার দায়িত্ব নয়-পুলিশ কমিশনার মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ পুলিশের একার দায়িত্ব নয়-পুলিশ কমিশনার - ajkerparibartan.com
মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ পুলিশের একার দায়িত্ব নয়-পুলিশ কমিশনার

2:56 pm , September 7, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, ‘মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ করা শুধুমাত্র পুলিশের একার দায়িত্ব নয়। দেশের প্রতিটি নাগরিকের উচিৎ এর বিরুদ্ধে সচেতন হওয়া। মাদক ও সন্ত্রাসী সহ অপসারাধীদের বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। পুলিশ ও জনগণ এক সাথে কাজ করলে মাদক নিমুল করা সম্ভব’। গতকাল শনিবার সকালে মহানগরীর কাউনিয়া থানা পুলিশ আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় পুলিশ কমিশনার এই আহ্বান জানিয়েছেন। কাউনিয়া থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিচিং, সহকারী পুলিশ কমিশনার নরেশ চন্দ্র কর্মকার। এছাড়াও কাউনিয়া থানার আওতাধীন বিসিসি’র বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, কমিউনিটি পুলিশ কমিটির নেতৃবৃন্দ সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথি আরো বলেন, ‘পুলিশ জনগনের বাইরে নয়। জনগণকে সাথে নিয়েই আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অপরাধ নিয়ন্ত্রণে কাজ করতে চাই। এজন্য জনগণের সহযোগিতা অবশ্যই প্রয়োজন। তাই পুলিশের কাজে জনগণকে সহযোগিতার আহ্বান জানান কমিশনার।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT