মাদক বিক্রেতার যাবজ্জীবন কারাদন্ড মাদক বিক্রেতার যাবজ্জীবন কারাদন্ড - ajkerparibartan.com
মাদক বিক্রেতার যাবজ্জীবন কারাদন্ড

2:52 pm , September 5, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ মাদক বিক্রয়ের অপরাধে নগরীর এক মাদক ব্যবসায়ীকে পৃথক ধারায় যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়াও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৯ মাসের দন্ড দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ দন্ড দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম। দন্ডিত ফারুক হোসেন রায় ঘোষনার সময় পলাতক ছিলো। সে নগরীর কাউনিয়া কালাখান বাড়ি এলাকার নান্না মিয়ার ছেলে। আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ৩০ মে নগরীর পশ্চিম কাউনিয়া সাধুর বটতলা এলাকা থেকে ফারুককে আটক করে কাউনিয়া থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১২ বোতল ফেন্সিডিল ও ৩২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিনই থানার এসআই ভবেশ চন্দ্র পাল বাদী হয়ে মামলা করে। একই বছরের ২৭ সেপ্টেম্বর আদালতে চার্জশীট জমা দেয় থানার তৎকালীন এসআই এইচএম আব্দুর রহমান মুকুল। মামলায় ৯ জনের সাক্ষ্য গ্রহন শেষে হিরোইন বিক্রির অপরাধে যাবজ্জীবন ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস এবং ফেন্সিডিল রাখার অপরাধে ৬ বছর ১০ হাজার অনাদায়ে ৩ মাসের দন্ড দেন। ফারুক পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT