2:35 pm , September 5, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ সিআইডি পরিচয়ে অবৈধ পলিথিন ছিনতাইকালে আটক নগরীর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নাসিরউদ্দিন ওরফে নাসির কমান্ডারকে দলীয় পদ থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর নতুন বাজার এলাকা থেকে পাঁচ বস্তা অবৈধ পলিথিন শপিং ভর্তি অটোরিক্সা ছিনতাই করে নগরীর আমানতগঞ্জ এলাকায় নিয়ে যায় ওই আ’লীগ নেতা। পরে আমানতগঞ্জ পুলিশ পলিথিন বোঝাই অটোরিক্সা উদ্ধারসহ তাকে আটক করে। এ ঘটনায় সন্ধ্যায় পাঠানোএক প্রেসবিজ্ঞপ্তিতে দপ্তর সম্পাদক হুমাউন কবির উল্লেখ করেন, রাষ্ট্র বিরোধী কর্মকান্ডে জড়িত হয়ে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করায় মহানগর আওয়ামী লীগের জরুরী সভার সিদ্বান্ত অনুযায়ী তাকে দলীয় পদ থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে।