লালমোহন পৌরসভার ভোট ১৪ অক্টোবর লালমোহন পৌরসভার ভোট ১৪ অক্টোবর - ajkerparibartan.com
লালমোহন পৌরসভার ভোট ১৪ অক্টোবর

3:21 pm , September 4, 2019

লালমোহন প্রতিবেদক ॥ অবশেষে লালমোহন পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে নির্বাচন কমিশন থেকে প্রেরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন অনুযায়ী লালমোহন পৌরসভার নির্বাচন আগামী ১৪ অক্টোবর সোমবার। রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১২ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৫ সেপ্টেম্বর ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ সেপ্টেম্বর। লালমোহন পৌরসভায় সর্বশেষ ২০১১ সালের প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর নির্ধারিত মেয়াদ শেষ হলেও সীমানা জটিলতায় মামলা চলমান থাকায় আর নির্বাচন হয়নি। অবশেষে মঙ্গলবার তফসিল ঘোষণা করা হলো। লালমোহন পৌরসভার পূর্বের ৯টি ও নতুন ৩টিসহ মোট ১২টি ওয়ার্ডে এবার নির্বাচন অনুষ্ঠিত হবে। ১২ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৯,০৮০ জন। পুরুষ ৯৬৮৮ ও নারী ভোটার ৯৩৯২ জন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT