বিসিসি’র তিন কর্মকর্তা ওএসডি সাবেক পিআরও’কে শোকজ বিসিসি’র তিন কর্মকর্তা ওএসডি সাবেক পিআরও’কে শোকজ - ajkerparibartan.com
বিসিসি’র তিন কর্মকর্তা ওএসডি সাবেক পিআরও’কে শোকজ

3:18 pm , September 4, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি কর্পোরেশনের তিন কর্মকর্তাকে ওএসডি করে প্রশাসনিক শাখায় বিশেষ কর্মে ন্যস্ত করা হয়েছে। একই সাথে অসততা ও মিথ্যার আশ্রয় নেয়ায় সাবেক জনসংযোগ কর্মকর্তা (পিআরও) আহসান উদ্দিন রোমেলকে শোকজ করা হয়েছে। কেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে সে বিষয়ে আগামী তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
গতকাল বুধবার বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসরাইল হোসেন স্বাক্ষরিত পৃথক চারটি আদেশে ওএসডি এবং শোকজ করা হয়। সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু এই তথ্য নিশ্চিত করেছেন। ওএসডি হওয়া কর্মকর্তারা হলেন- সিটি কর্পোরেশনের বানিজ্য শাখার ট্রেড লাইসেন্স সুপারিনটেনডেন্ট মো. আজিজুর রহমান শাহীন, কর ধার্য্য শাখায় এ্যাসেসর পদে কর্মরত স্টেট অফিসার মো. মাহবুবুর রহমান শাকিল, ও আইন শাখার আইন সহকারী মো. রফিকুল ইসলাম।
অপরদিকে প্রশাসনিক বিভাগ সূত্রে জানাগেছে, ইতিপূর্বে ওএসডি পূর্বক প্রশাসনিক শাখার বিশেষ কার্য্যে ন্যস্ত করা সাবেক জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল সততা নষ্ট করে মিথ্যাচারের মাধ্যমে নিজেকে জনসংযোগ কর্মকর্তা পরিচয় দিয়ে তথ্য কমিশনের একটি শুনানিতে অংশ নেন। প্রকৌশল শাখার মাধ্যমে তিনি ওই শুনানিতে অংশ নিলেও বিষয়টি নগর কর্তৃপক্ষকে অবগত করেননি। যা চাকুরি বিধি বহির্ভূত এবং আচরণ বিধি লঙ্ঘনের শামিল। তাই তার বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে না তা আগামী তিন দিনের মধ্যে জানতে চেয়ে শোকজ করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT